মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সকল সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সকলের কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্ভুদ্ধ করতে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজম্মেল হক খান, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপ-পরিচালক ড. তপন বাগচী। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, এডিএম পল্লব হাজরা,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, আবৃত্তি শিল্পী ও সাহিত্যিক তাহমিনা শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব।
এ সময় বক্তারা বলেন, মাদারীপুর জেলা সাহিত্য চর্চায় সমৃদ্ধ একটি জেলা। এখানে বিভিন্ন সময়ে নানা কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন। মহাকবি আলাওল সহ বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুরে। এসময় তারা আরো বলেন, সাহিত্য চর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ থেকে বৈষম্য ও সা¤প্রদায়িকতা দূর হবে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস