ভিয়েনা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ২৪ সময় দেখুন

রাজশাহী প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি। বইয়ে নেই এমন কিছু বিষয় নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বই পড়ে দেখার আহবান জানান তিনি।

সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কান চিলে নিয়ে গেল শুনে চিলের পেছনে না দৌড়ে, কান আছে কিনা সেটা দেখতে হবে। তিনি আরো বলেন, পাঠ্যপুস্তকে কিছু কিছু ভুল রয়েছে যা সংশোধন করা হয়েছে। তারপরও এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, নতুন পাঠ্যক্রম যে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলছে সেটা এই অপপ্রচারে চাপা পড়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, যে ভুলগুলো হয়েছে সেগুলো কারো ইচ্ছাকৃত ভুল ও গাফলতি ছিল কিনা তা ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ড. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল থাকলে সেটির সত্যতা যাচাই-বাছাই করে কথা বলা উচিত৷ সবার।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ১৯৯৩ শিক্ষাবর্ষ থেকে ২০২৩ সালে পর্যন্ত অনার্স ও মাস্টার্স এর ১০৩জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ন কবীর।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

আপডেটের সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

রাজশাহী প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আওয়ামী লীগ কখনো ইসলাম বিরোধী কাজ করেনি। বইয়ে নেই এমন কিছু বিষয় নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বই পড়ে দেখার আহবান জানান তিনি।

সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কান চিলে নিয়ে গেল শুনে চিলের পেছনে না দৌড়ে, কান আছে কিনা সেটা দেখতে হবে। তিনি আরো বলেন, পাঠ্যপুস্তকে কিছু কিছু ভুল রয়েছে যা সংশোধন করা হয়েছে। তারপরও এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, নতুন পাঠ্যক্রম যে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলছে সেটা এই অপপ্রচারে চাপা পড়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, যে ভুলগুলো হয়েছে সেগুলো কারো ইচ্ছাকৃত ভুল ও গাফলতি ছিল কিনা তা ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ড. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল থাকলে সেটির সত্যতা যাচাই-বাছাই করে কথা বলা উচিত৷ সবার।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ১৯৯৩ শিক্ষাবর্ষ থেকে ২০২৩ সালে পর্যন্ত অনার্স ও মাস্টার্স এর ১০৩জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ন কবীর।

ডেস্ক/ইবিটাইমস/আরএস