ভিয়েনা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় সূর্যপূজা উদযাপন করলেন সনাতন ধর্মালম্বীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ২৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন  ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব  সূর্যপুজা। প্রাচীনকাল থেকে মাঘ মাসের মাকরী শুক্লা সপ্তমি তিথিতে এ পুজা উদযাপিত হয়ে আসছে। এ বছরও তার ব্যতিকক্রম হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, গতকাল শনিবার (২৮ জানিয়ারি) সুর্যদয়ের পূর্বে এ পুজা শুরু হয় এবং তা চলে  সুর্যাস্ত পর্যন্ত। মনের বাসনা এবং পরিবার-পরিজনের মঙ্গল কামলানায় সনাতন নারী-পুরুষ সাতপাক ঘুরে থাকেন এ পুজায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ধুপতি হাতে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে নারী-পুরুষ। সূর্যদয়ের আগ থেকে শুরু হওয়া  এমন প্রার্থনা চলে একটানা  সন্ধা পর্যন্ত।
এ সসময় কেউ বসতে পারবেন না, উপবাস করে দাড়িয়ে থাকতে হয় তাদের।

এমনি ধর্মীয় রীতিতে সনাতন ধর্মের নারী-পুরুষ সূর্যদেবের প্রার্থনা করে থাকেন। যা শেষ হয় আঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে। ব্রুত নিয়ে সূর্যদেবের এ পূজা করতে পেরে খুশি পুণ্যার্থীরা।

পুন্যার্থী লাবনি ভক্ত, ইতি রানী সহ অন্যরা জানান, আমরা মনের বাসনা পূরন করতে ব্রুত করে পুজা উদযাপন করেছি। আমাদের অনেক ভালো লাগছে। প্রতি বছরই আমরা পুজার আয়োজন করে থাকি। ভোলা শহরের পৌর ৫ নং ওয়ার্ডের  ভক্তবাড়িতে বিগত কয়েক বছর ধরে চলে আসছে এমন আয়োজন।

পুরোহিত চন্দ্র শেখর ব্রক্ষচারি বলেন, এ পুজার মাধ্যমে ভক্তদের মনের বাসনা পূরন হয়। মাঘ মাসের মাকড় সপ্তমি তিথিতে সূর্যপূতা হয়। ধর্মীয় রীতি অনুযায়ি পূজা চলছে। সারাদিন চলবে পুজা, চলবে পুজার আনুষ্ঠানিকতা।

এদিকে ভক্তবাড়ির মত  মাঘ মাসের এ তিথিতে শহরের বাপ্তাসূর্য বাড়িসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখ পরিবেশ  সূর্যদেবের পুজা অনুষ্ঠিত হয়।  মনের বাসনা পূরন করতে পুন্যার্থীরা এ পুজায় অংশগ্রহন করেন পুজার আনন্দ উৎসবে মেতে উঠেনন। অর্ধশতাধিক পূনার্থী ধুপতি হাতে প্রার্থনায় অংশ নেন তারা।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সূর্যপূজা উদযাপন করলেন সনাতন ধর্মালম্বীরা

আপডেটের সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন  ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব  সূর্যপুজা। প্রাচীনকাল থেকে মাঘ মাসের মাকরী শুক্লা সপ্তমি তিথিতে এ পুজা উদযাপিত হয়ে আসছে। এ বছরও তার ব্যতিকক্রম হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, গতকাল শনিবার (২৮ জানিয়ারি) সুর্যদয়ের পূর্বে এ পুজা শুরু হয় এবং তা চলে  সুর্যাস্ত পর্যন্ত। মনের বাসনা এবং পরিবার-পরিজনের মঙ্গল কামলানায় সনাতন নারী-পুরুষ সাতপাক ঘুরে থাকেন এ পুজায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ধুপতি হাতে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে নারী-পুরুষ। সূর্যদয়ের আগ থেকে শুরু হওয়া  এমন প্রার্থনা চলে একটানা  সন্ধা পর্যন্ত।
এ সসময় কেউ বসতে পারবেন না, উপবাস করে দাড়িয়ে থাকতে হয় তাদের।

এমনি ধর্মীয় রীতিতে সনাতন ধর্মের নারী-পুরুষ সূর্যদেবের প্রার্থনা করে থাকেন। যা শেষ হয় আঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে। ব্রুত নিয়ে সূর্যদেবের এ পূজা করতে পেরে খুশি পুণ্যার্থীরা।

পুন্যার্থী লাবনি ভক্ত, ইতি রানী সহ অন্যরা জানান, আমরা মনের বাসনা পূরন করতে ব্রুত করে পুজা উদযাপন করেছি। আমাদের অনেক ভালো লাগছে। প্রতি বছরই আমরা পুজার আয়োজন করে থাকি। ভোলা শহরের পৌর ৫ নং ওয়ার্ডের  ভক্তবাড়িতে বিগত কয়েক বছর ধরে চলে আসছে এমন আয়োজন।

পুরোহিত চন্দ্র শেখর ব্রক্ষচারি বলেন, এ পুজার মাধ্যমে ভক্তদের মনের বাসনা পূরন হয়। মাঘ মাসের মাকড় সপ্তমি তিথিতে সূর্যপূতা হয়। ধর্মীয় রীতি অনুযায়ি পূজা চলছে। সারাদিন চলবে পুজা, চলবে পুজার আনুষ্ঠানিকতা।

এদিকে ভক্তবাড়ির মত  মাঘ মাসের এ তিথিতে শহরের বাপ্তাসূর্য বাড়িসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখ পরিবেশ  সূর্যদেবের পুজা অনুষ্ঠিত হয়।  মনের বাসনা পূরন করতে পুন্যার্থীরা এ পুজায় অংশগ্রহন করেন পুজার আনন্দ উৎসবে মেতে উঠেনন। অর্ধশতাধিক পূনার্থী ধুপতি হাতে প্রার্থনায় অংশ নেন তারা।

মনজুর রহমান/ইবিটাইমস