ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) হলেন কবির আহমেদ

কবির আহমেদ ইউরো বাংলা টাইমসের জন্মলগ্ন থেকে পত্রিকাটির অস্ট্রিয়া সংবাদদাতা এবং পরে অস্ট্রিয়া ব্যুরো চীফ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন

ইবিটাইমস ডেস্কঃ ইউরো বাংলা টাইমস এক বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২৪ জানুয়ারি) ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ডের এক বৈঠকে অস্ট্রিয়া ব্যুরো চীফ কবির আহমেদকে পত্রিকাটির আন্তর্জাতিক নির্বাহী সম্পাদক হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতিতে তিনি ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ডের সদস্য নির্বাচিত হলেন।

কবির আহমেদ ১৯৬৭ সালে রাজধানী ঢাকায় জন্ম গ্রহণ করেন। তবে তাদের পৈতৃক বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে সাফল্যের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তারপর তিনি The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) এ অধ্যয়নরত অবস্থায় ভিয়েনার University of Economics এ উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আগমন করেন।

বর্তমানে তিনি পেশাগত হিসাবে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) রেল ক্যাটারিং ডন বোর্ড সার্ভিসে একজন শিফট প্রধান হিসাবে কর্মরত আছেন। তিনি বিবাহিত এবং সপরিবারে ভিয়েনায় বসবাস করেন। তিনি দুই ছেলে (২৫,১৯) এবং এক মেয়ে(১০)সন্তানের জনক।

ইউরো বাংলা টাইমসের নির্বাহী বোর্ডের পক্ষ থেকে এডিটর ইন চীফ মাহবুবুর রহমান বিবৃতিতে বলেন, আমরা ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে আমাদের নতুন নির্বাহী সম্পাদক(আন্তর্জাতিক) কবির আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ডেস্ক/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »