পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় নিঁখোজের ৬ দিন পর মো. শাওন হাওলাদর (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার এরশাদ সেতু সংলগ্ন পোনা নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে বরিশালের কোতয়ালী থানার ৫ নং ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মো. হারেছ হাওলাদারের ছেলে।
থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৫জানুয়ারি গভীর রাতে কচাঁ নদী সংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রীর খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় স্থানীয়দের সহয়তায় টহল পুলিশ ৭ চোরকে আটক করেন । আটককৃতদের এক সঙ্গী ওই সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে কোন হদিস না পেয়ে খোজাঁখুজি বন্ধ করে দেয়। পরে ওই এলাকায় মাইকিং করে মিচিং এর ঘটনা জানানো হয়। কোথাও তার সন্ধান পেলে থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। নিখোঁজের ৬দিন পর সোমবার বিকালে এরশাদ সেতু সংলগ্ন পোনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস