ভোলায় ৩ দিনের অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ৩ দিন ব্যাপী অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি)শহরের চিলি চাইনিস রেস্টুরেন্টে এ মেলার আয়োজন করে ‘ভোলা ওয়ামেনস ই-কমাস প্লাটফর্ম নামের একটি নারী উদ্যোক্তা সংগঠন।সকালে এ মেলা উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নারীদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংনীয়। পাশাপাশি তাদের পেইজের নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। তারা যাতে কোন রকম প্রতারিত না হয়,  সে জন্য পুলিশ তাদের সার্বিক সহযোগীতা করবে।

মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পন্যের  ১৬ টি স্টল বসছে। মেলার প্রথম দিন দেখা গেছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

সোনিয়া,সুলতানা,ফিরোজাসহ কয়েকজন দর্শনার্থী জানালেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাহছে, এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে উঠার স্বপ্ন দেখছি।

অনলাইন ওয়াম্যানস ই-কমার্স প্লাটফমের সভাপতি এসবি বিথি বলেন, আমাদের ভোলার নারীরা অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়েছেন। এর সংখ্যা দিন দিন বাড়ছে। নারীরা উৎসাহিত হচ্ছেন, বর্তমানে দুই শতাধিক নারী এ ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।

চাঁদেরহাট বস্ত্র মেলার উদ্যোক্তা মুজিয়া রহমান পূর্ন বলেন, ভোলার নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসা এগিয়েছে, অনলাইন ব্যবসায় ঝুকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্ননির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজে ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন।

আরেক উদ্যোক্তা সুলতানা তাজিন বলেন, আমি ৫ হাজার টাকা দিয়ে প্রথম জুয়েলারি ব্যবসা  শুরু  করেছিলাম। ২ বছরে এখন আমার পুজি ৩ লাখ টাকার ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়।

নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী বলেন, ২৪ হাজার টাকা নিয়ে প্রথম ব্যবসা শুরু করি এখন আমার পুজি ২০ লাখ টাকা। আমার ফ্যাশন হাউজে কর্মসংস্থান হয়েছে আরও ৪ নারীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ আবৃত্তি সংসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামস উল আলম মিঠু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির, আজকের পত্রিকা প্রতিনিধি শিমূল চৌধূরী প্রমুখ।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »