অস্ট্রিয়ান-ওরিয়েন্টাল রেস্তোরাঁ হাবিবি ও হাওয়ারা দেউলিয়া ঘোষণার পর রাজধানী ভিয়েনার ৩ নাম্বার ডিস্ট্রিক্টের Landstrasse ব্রাঞ্চ ব্যতীত বাকী সব বন্ধ ঘোষণা
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ শুক্রবার (২০ জানুয়ারি) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, অস্ট্রিয়ান-ওরিয়েন্টাল রেস্তোরাঁ গ্রুপ হাবিবি অ্যান্ড হাওয়ারা নিজেকে দেউলিয়া ঘোষণা করে তাদের ওয়েবসাইটের হোম পেজে লিখেছেন, “করোনা, মুদ্রাস্ফীতি এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত হ্রাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির মতো চ্যালেঞ্জগুলি হাবিবি এবং হাওয়ারা কাটিয়ে উঠতে পারে নি।
দেউলিয়া ঘোষিত কোম্পানিটির মতে, ২০২২ সালের ডিসেম্বর থেকে মজুরি এবং বেতন বকেয়া পড়েছে প্রায় ২,২৭ মিলিয়ন ইউরো।
এপিএ আরও জানায়,হাবিবি ও হাওয়ারা দেউলিয়া হওয়ার পরে ভিয়েনায় তাদের অসংখ্য ব্রাঞ্চ বা শাখা বন্ধ করে দিয়েছে। অস্ট্রিয়ান-ওরিয়েন্টাল রেস্তোরাঁ গ্রুপ হাবিবি ও হাওয়ারার দেউলিয়া হওয়ার কারণে ৬৭ জন কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উদ্বাস্তু এবং কঠিন ব্যক্তিগত পরিস্থিতিতের মানুষজন রেস্তোরাঁগুলিতে নিযুক্ত ছিল বলে জানানো হয়েছে।
ভিয়েনার ১,২,৭ এবং ২২ নাম্বার ডিস্ট্রিক্টে তারা তাদের শাখা গুলি বন্ধ করার কথা জানিয়েছে। ঋণদাতাদের ২০ শতাংশ কোটা দেওয়া হয়, যা দুই বছরের মধ্যে প্রদেয়। শুধুমাত্র ভিয়েনার ৩ নাম্বার ডিস্ট্রিক্টের Landstraße জেলার রেস্টুরেন্ট এবং ক্যাটারিং চালু রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কবির আহমেদ/ইবিটাইমস