মনপুরায় শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন

ভোলা প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলার মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় দিকে হাজির হাট বাজারে মনপুরা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং মাগরিববাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, যুবদল নেতা মো. ইয়াসিন হায়দার, মো. বাহার পাটোয়ারী, মো. রিয়াদ হাওলাদার , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ অজিউল্লাহ দালাল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. রাজিবুর রহমান পরশ, মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন রাকিব সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ নির্ভীক রাষ্ট্রনায়ক। তিনি স্বাধীনতার ঘোষক। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

এছাড়াও তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »