ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টয় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসাক ফারাহ্ গুল নিঝুম। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) লতিফা জান্নাতি, জেলা ৪টি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট সহকারী কমিশনারগণসহ বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রাজস্ব সম্মেলনে জেলার দেওয়ানী মামলা সংক্রান্ত, সার্ভে এন্ড সেটেলমেন্ট, ভূসম্পত্তি জবর দখলের প্রতিকার ও প্রতিরোধ মূলক ব্যবস্থা, জেলা কৃষি খাস জমি ব্যস্থাপনার ও বন্দস্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সিদ্ধান্ত, জেলা আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন এবং রাজস্ব বিষয়ক আলোচনা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস