ভিয়েনা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৭২ জন যাত্রী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ২১ সময় দেখুন

দুর্ঘটনা কবলিত নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ১৫ জন বিদেশী নাগরিকও ছিল বলে জানা গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ আজ রবিবার (১৫ জানুয়ারি) নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন নেপালের রাজধানী থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক কাঠমণ্ডু পোস্ট এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি এ খবর নিশ্চিত করেছে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।

এদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে ৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী।

বিমান বিধ্বস্তের পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। ’আরও মৃতদেহ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে,’’ সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন।

যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে। বাকিদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান এবং ২ জন কোরিয়ার নাগরিক ছিলেন।
তাছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন বিমানটিতে।

এই ঘটনার পর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। দেশের এজেন্সিগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭২ জন যাত্রী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

আপডেটের সময় ১২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

দুর্ঘটনা কবলিত নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ১৫ জন বিদেশী নাগরিকও ছিল বলে জানা গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ আজ রবিবার (১৫ জানুয়ারি) নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন নেপালের রাজধানী থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক কাঠমণ্ডু পোস্ট এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি এ খবর নিশ্চিত করেছে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।

এদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে ৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। এটিআর ৭২ মডেলের দুই ইঞ্জিনের বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন, যাদের ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক। বাকি চারজন ছিলেন বিমানটির কর্মী।

বিমান বিধ্বস্তের পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। ’আরও মৃতদেহ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে,’’ সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন।

যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে। বাকিদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান এবং ২ জন কোরিয়ার নাগরিক ছিলেন।
তাছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন বিমানটিতে।

এই ঘটনার পর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। দেশের এজেন্সিগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস