ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৯ দিন ব্যাপী ভোলায় উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ৯ দিন ব্যাপী উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (১৩জানুয়ারি) সকাল থেকে এ পাখি গণনা শুরু হয়।জেলার খেয়াঘাট থেকে ৮ সদস্যের একটি পাখিপর্যবেক্ষক দল ট্রলার নিয়ে এ কার্যক্রম শুরু করেন। উপকূলীয় এলাকায় এ শুমারি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’। এবার এ শুমারিতে  যুক্ত হয়েছে বন অধিদপ্তররে, আইইউ সিএন বাংলাদেশ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সহ সভাপতি সায়েম ইউ চৌধুরী।  আর উপস্থিত আছেন বার্ডস ক্লাব সদস্য এভারেস্ট জয়ী  এমএ মুহিত, সদস্য অনু তারেক, বন অধিপ্তরের  জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জহুরা মিনা, কাজী জেনিফার আজমেরি,  আইইউ সিএন বাংলাদেশ কর্মকর্তা নাজিম উদ্দিন খান, বার্ড ক্লাব সদস্য মোঃ ফয়সাল, প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সিহাব খালেদীন।

উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালি থেকে চট্রগ্রামের সন্দীপ পর্যন্ত অন্তত ৪০ দ্বীপ চরে পরিযায়ী, অপরিযায়ী ও জলচরসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি গনণা করবেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ বার্ড ক্লাব সহ-সভাপতি সায়াম ইউ চৌধুরী বলেন, শুধু পাখি গণনা নয়, পাখিদের জীবন, অবাধ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পাখি রক্ষায় ৯ দিন কাজ করবো আমরা। প্রতি বছর শীত মৌসুমে এ আয়োজন করা হয়ে থাকে।

বার্ড ক্লাব সদস্য ও পাখি পর্যবেক্ষক এমএ মুহিত,মোঃ ফয়সাল বলেন, শীত মৌসুমে বাংলাদেশে ৪ ‘শ প্রজাতির অতিথি পাখি আসে। তার বেশিরভাগ আসে ভোলায়। তবে জল বায়ু পরিবর্কনের কারনে পাখি কিছুটা কমেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে এ শুমারি চলে আসছে।  পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে এ জলচর পাখি গণনা করা হচ্ছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯ দিন ব্যাপী ভোলায় উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু

আপডেটের সময় ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

ভোলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলায় ৯ দিন ব্যাপী উপকূলীয় জলচর পাখি শুমারি-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (১৩জানুয়ারি) সকাল থেকে এ পাখি গণনা শুরু হয়।জেলার খেয়াঘাট থেকে ৮ সদস্যের একটি পাখিপর্যবেক্ষক দল ট্রলার নিয়ে এ কার্যক্রম শুরু করেন। উপকূলীয় এলাকায় এ শুমারি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’। এবার এ শুমারিতে  যুক্ত হয়েছে বন অধিদপ্তররে, আইইউ সিএন বাংলাদেশ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এ টিমের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বার্ডস ক্লাবের সহ সভাপতি সায়েম ইউ চৌধুরী।  আর উপস্থিত আছেন বার্ডস ক্লাব সদস্য এভারেস্ট জয়ী  এমএ মুহিত, সদস্য অনু তারেক, বন অধিপ্তরের  জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জহুরা মিনা, কাজী জেনিফার আজমেরি,  আইইউ সিএন বাংলাদেশ কর্মকর্তা নাজিম উদ্দিন খান, বার্ড ক্লাব সদস্য মোঃ ফয়সাল, প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সিহাব খালেদীন।

উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালি থেকে চট্রগ্রামের সন্দীপ পর্যন্ত অন্তত ৪০ দ্বীপ চরে পরিযায়ী, অপরিযায়ী ও জলচরসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি গনণা করবেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ বার্ড ক্লাব সহ-সভাপতি সায়াম ইউ চৌধুরী বলেন, শুধু পাখি গণনা নয়, পাখিদের জীবন, অবাধ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পাখি রক্ষায় ৯ দিন কাজ করবো আমরা। প্রতি বছর শীত মৌসুমে এ আয়োজন করা হয়ে থাকে।

বার্ড ক্লাব সদস্য ও পাখি পর্যবেক্ষক এমএ মুহিত,মোঃ ফয়সাল বলেন, শীত মৌসুমে বাংলাদেশে ৪ ‘শ প্রজাতির অতিথি পাখি আসে। তার বেশিরভাগ আসে ভোলায়। তবে জল বায়ু পরিবর্কনের কারনে পাখি কিছুটা কমেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে এ শুমারি চলে আসছে।  পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে এ জলচর পাখি গণনা করা হচ্ছে।

মনজুর রহমান/ইবিটাইমস