ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ১৭ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত দু’টার দিকে খবর পেয়ে দুই ইউনিট আগুনের নিয়ন্ত্রণে কাজ করে। চারটার দিকে নিয়ন্ত্রণে আসলেও আগুনে প্রাণ যায় একই পরিবারের পাঁচ জনের। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা গণমাধ্যমকে  বলেন, রাত ২টার দিকে ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে আগুন লাগার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু

আপডেটের সময় ০৪:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত দু’টার দিকে খবর পেয়ে দুই ইউনিট আগুনের নিয়ন্ত্রণে কাজ করে। চারটার দিকে নিয়ন্ত্রণে আসলেও আগুনে প্রাণ যায় একই পরিবারের পাঁচ জনের। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা গণমাধ্যমকে  বলেন, রাত ২টার দিকে ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে আগুন লাগার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস