অস্ট্রিয়ার অর্থমন্ত্রী ই-স্কুটারে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনায় পতিত হয়ে হাসপাতালে

অর্থমন্ত্রী ম্যাগনাস ব্রুনার (ÖVP) একটি দুর্ঘটনার পরে হাসপাতালে আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট করবেন না

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে একটি ই-স্কুটারে বাড়ি ফেরার পথে রাস্তায় ছিটকে পড়ে অস্ট্রিয়ার অর্থমন্ত্রী ম্যাগনাস ব্রুনার আহত হন বলে জানিয়েছেন অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ। তিনি রাস্তায় পড়ে গেলে তৎক্ষণাৎ পথচারীরা জরুরী সেবা ১৪৪ নাম্বারে ফোন দিলে
মন্ত্রীকে এমবুলেন্সে করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ার অর্থ মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ই-স্কুটার থেকে পড়ে গিয়ে আহত অর্থমন্ত্রী.
ব্রুনারকে ভিয়েনার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং “তিনি প্রতিক্রিয়াশীল”।

এপিএ আরও জানায় অর্থমন্ত্রী প্রায়ই ই-স্কুটার নিয়ে রাস্তায় চলাফেরা করেন। জানা গেছে প্রায় বছর খানেক আগেও ক্রীড়াপ্রেমী ব্রুনারকে ক্রাচে ভর করে রাজনৈতিক অঙ্গনে হাঁটতে হয়েছিল কারণ তিনি সিঁড়ি বেয়ে নিচে পড়ে গিয়ে তার গোড়ালিতে আঘাত পেয়েছিলেন।

অর্থমন্ত্রী ম্যাগনাস ব্রুনার ১৯৭২ সালের ৬ মে সুইজারল্যান্ড সংলগ্ন অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য ফোরালবের্গে জন্ম গ্রহণ করেন। তিনি ৬ ডিসেম্বর ২০২১ সাল থেকে অস্ট্রিয়ার অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে তিনি অস্ট্রিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ে যেমন ক্লাইমেট প্রোটেকশন, এনভায়রনমেন্ট, এনার্জি, মোবিলিটি, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি বিভাগ সমূহে স্টেট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »