অবৈধ আয়েবাপিসি সম্পর্কে সতর্কতা

ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব সংক্ষেপে আয়েবাপিসি

ইউরোপ ডেস্কঃ ইউরোপের স্বনামধন্য সাংবাদিক পরিবার খ্যাত সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসি ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য ইতালির মনিরুজ্জামান মনির এবং বর্তমান সভাপতি জার্মানির হাবিবুর রহমান হেলাল সহ ইউরোপের একাধিক দেশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটির কার্যক্রম পুরো ইউরোপের বাংলা কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। সুনামের সাথে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করায় ইউরোপের বাইরে ও বাংলাদেশের সাংবাদিক মহলে প্রসংশা অর্জন করতে সক্ষম হয়। বৈশ্বিক মহামারী করোনার ঢামাডোলের মধ্যেই ২০২১ সালের ৫ ডিসেম্বর এক অনলাইনে ভার্চুয়াল সভার মাধ্যমে ২০২১-২৩ সময়কালের জন্য আয়েবাপিসির ৪১ সদস্য বিশিষ্ট এক পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

পুর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন, সভাপতি: হাবিবুর রহমান হেলাল (জার্মানি), সিনিয়র সহ-সভাপতি : এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি : সেলিম উদ্দিন ( যুক্তরাজ্য) , সহ-সভাপতি : জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য), সহ-সভাপতি নাঈম হাসান পাভেল ( যুক্তরাজ্য), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ( ইতালি ), সহ-সভাপতি: শাহীন খলিল কাউসার (ইতালি), সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল ( ইতালি)।

সাধারণ সম্পাদক : এস কে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আল-আমিন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক- সাবুল আহমেদ ( ফ্রান্স), যুগ্ন সাধারণ সম্পাদক- জহুরুল ইসলাম মুন (পর্তুগাল), যুগ্ন সাধারণ সম্পাদক- এইচ এম দবির তালুকদার (স্পেন)।

কোষাধ্যক্ষ -মনির হোসেন (পর্তুগাল),

সাংগঠনিক সম্পাদক – ফখরুদ্দীন রাজি (স্পেন ), সাংগঠনিক সম্পাদক – শাহ মোহাম্মদ তানভীর আহমদ(পর্তুগাল ), সাংগঠনিক সম্পাদক – ইসমাইল হোসেন স্বপন (ইতালি), সাংগঠনিক সম্পাদক – শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক- কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রীস), সাংগঠনিক সম্পাদক- সজিব আহমেদ (মাল্টা),

দপ্তর সম্পাদক- আল-আমিন হোসেন (ইতালি), প্রচার সম্পাদক- নুরুল আলম জনি (ইতালি), তথ্য বিষয়ক সম্পাদক -সামসুজ্জামান উদয় (জার্মানী),
সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ উল্লাহ সোহেল -(ইতালি ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-কাজী মাহফুজ রানা (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক- মনিরুজ্জামান টিটু (স্পেন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-খন্দকার মেভিজ পরমা (গ্রীস), অভিবাসন বিষয়ক সম্পাদক- শাহ ইমরুল হাসান (গ্রীস),
সমাজসেবা বিষয়ক সম্পাদক – আবদুল গাফফার আমান( সুইজারল্যান্ড), এবং ধর্ম বিষয়ক সম্পাদক: কবির আহমেদ -(অষ্ট্রিয়া)।

সন্মানিত সদস্য : মনিরুজ্জামান মনির (ইতালি), মাহবুবুর রহমান(অষ্ট্রিয়া), কমরেড খোন্দকার (ইতালি), জহিরুল ইসলাম (গ্রীস), ফয়জুল হক রানা (স্পেন), মোহাম্মদ তাহির হোসেন (পর্তুগাল), মাইদুল ইসলাম খান (অষ্ট্রিয়া), নাজনীন আখতার (ইতালি)

উপদেষ্টা মন্ডলী : প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান(অস্ট্রিয়া), উপদেষ্টা- হাবীব চৌধুরী (ইতালি), উপদেষ্টা- এ কে এম জহিরুল ইসলাম (স্পেন), উপদেষ্টা- ড. মোহাম্মদ মুক্তার হোসেন (ইতালি), উপদেষ্টা- সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি) এবং উপদেষ্টা- লোকমান হোসেন (স্পেন)।

এরপর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২২ সালের ৮ অক্টোবর অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) নতুন কার্যকরী কমিটি এক জাঁকজমক অভিষেক অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন করে। অনুষ্ঠানে অস্ট্রিয়ার ক্ষমতাসীন দলের একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ,অস্ট্রিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার এবং অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক ও আঞ্চলিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির আয়েবাপিসির কার্যনির্বাহীর পক্ষে ইতালির রাজধানী রোমে ইতিমধ্যে এই সংগঠনের নাম এবং লোগো রেজিস্ট্রেশন (Reg. No. 2892) করেছেন।

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় ব্যাক্তি স্বনামধন্য ইউরোপের বাংলাদেশী বংশোদ্ভূতদের এই সংগঠনটির নাম ব্যাবহার করে বিভিন্ন অবৈধ প্রচার প্রচারনা চালাচ্ছে।

আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন স্বাক্ষরিত এক প্রতিবাদ
বিজ্ঞপ্তিতে এই সমস্ত অবৈধ আয়েবাপিসির নাম ব্যাবহারকরীদের সতর্ক করেন। তারা বলেন, আমাদের রেজিস্ট্রেশন করা আয়েবাপিসির নাম ও লোগো   ব্যাবহার না করার জন্য সতর্ক করছি। তারা আরও বলেন, ইতালির রোমে রেজিস্ট্রেশনকৃত আয়েবাপিসির নাম ও লোগো ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ এবং আইনগত দন্ডনীয় অপরাধ।

সভাপতি হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন আরও উল্লেখ করে বলেন, যদি ভবিষ্যতে কেউ আমাদের রেজিঃ করা সংগঠনের নাম এবং লোগো ব্যাবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »