ভিয়েনা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ২৫ জন মানুষকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ১২ সময় দেখুন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ছেলে প্রিন্স হ্যারি আফগানিস্তানে বৃটিশ সৈনিক হিসাবে অ্যাপাচি হেলিকপ্টারের মাধ্যমে ২৫ জন তালেবানকে হত্যা করেছেন

ইউরোপ ডেস্কঃ আজ শুক্রবার (৬ ডিসেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ছেলে প্রিন্স হ্যারি আফগানিস্তানে কর্মরত অবস্থায় ২৫ জন মানুষকে হত্যা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে প্রিন্স হ্যারির ওপর প্রকাশিতব্য এক আত্মজীবনীতে তিনি এই হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

৩৮ বছর বয়সী প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে বৃটিশ সেনাবাহিনীর অধীনে দুইটি সফরে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমে ২০০৭-০৮ সালে বিমান হামলার জন্য একটি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসাবে তাকে ডাকা হয়েছিল। পরের দফায় ২০১২-১৩ সালে তিনি আক্রমণকারী হেলিকপ্টার চালিয়েছেন বলে আত্মজীবনীতে বলা হয়েছে।

হ্যারি তার বইতে লিখেছেন, তিনি পাইলট হিসাবে ছয়টি মিশন পরিচালনা করেছিলেন। এসব মিশনে তাকে ‘মানুষের জীবন নিতে’ হয়েছিল। তিনি এটি করার জন্য গর্বিত বা লজ্জিত নন। তিনি হামলার লক্ষ্যবস্তুগুলোকে ‘দাবার ঘুঁটি’ বদলে দেওয়ার মতো ধ্বংস করেছেন। হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে ১০ বছর দায়িত্ব পালন করেছেন এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন। সেনাবাহিনীতে কাটানো সময়কে তার গঠনমূলক বছর হিসাবে বর্ণনা করেছেন তিনি।

নিরাপত্তার কারণে হ্যারির প্রথম সফরের তথ্য গোপন রাখা হয়েছিল। তবে এক বিদেশী প্রকাশনা বিষয়টি প্রকাশ করলে তিনি দেশে ফিরতে বাধ্য হন। তিনি কতজন তালেবানকে হত্যা করেছেন তা প্রকাশ্যে কখনো আলোচনা করেননি।

উল্লেখ্য যে,আগামী সপ্তাহে প্রিন্স হ্যারির এই আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে স্কাই নিউজ সহ বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে প্রিন্স হ্যারির এই আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত আগেই গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিক্রির জন্য দোকানে রাখা হলে সেখান থেকে চম্বুকাংশ প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। অবশ্য পরে দোকান থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানে ২৫ জন মানুষকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি

আপডেটের সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ছেলে প্রিন্স হ্যারি আফগানিস্তানে বৃটিশ সৈনিক হিসাবে অ্যাপাচি হেলিকপ্টারের মাধ্যমে ২৫ জন তালেবানকে হত্যা করেছেন

ইউরোপ ডেস্কঃ আজ শুক্রবার (৬ ডিসেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ছেলে প্রিন্স হ্যারি আফগানিস্তানে কর্মরত অবস্থায় ২৫ জন মানুষকে হত্যা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে প্রিন্স হ্যারির ওপর প্রকাশিতব্য এক আত্মজীবনীতে তিনি এই হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

৩৮ বছর বয়সী প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে বৃটিশ সেনাবাহিনীর অধীনে দুইটি সফরে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমে ২০০৭-০৮ সালে বিমান হামলার জন্য একটি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসাবে তাকে ডাকা হয়েছিল। পরের দফায় ২০১২-১৩ সালে তিনি আক্রমণকারী হেলিকপ্টার চালিয়েছেন বলে আত্মজীবনীতে বলা হয়েছে।

হ্যারি তার বইতে লিখেছেন, তিনি পাইলট হিসাবে ছয়টি মিশন পরিচালনা করেছিলেন। এসব মিশনে তাকে ‘মানুষের জীবন নিতে’ হয়েছিল। তিনি এটি করার জন্য গর্বিত বা লজ্জিত নন। তিনি হামলার লক্ষ্যবস্তুগুলোকে ‘দাবার ঘুঁটি’ বদলে দেওয়ার মতো ধ্বংস করেছেন। হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে ১০ বছর দায়িত্ব পালন করেছেন এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন। সেনাবাহিনীতে কাটানো সময়কে তার গঠনমূলক বছর হিসাবে বর্ণনা করেছেন তিনি।

নিরাপত্তার কারণে হ্যারির প্রথম সফরের তথ্য গোপন রাখা হয়েছিল। তবে এক বিদেশী প্রকাশনা বিষয়টি প্রকাশ করলে তিনি দেশে ফিরতে বাধ্য হন। তিনি কতজন তালেবানকে হত্যা করেছেন তা প্রকাশ্যে কখনো আলোচনা করেননি।

উল্লেখ্য যে,আগামী সপ্তাহে প্রিন্স হ্যারির এই আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে স্কাই নিউজ সহ বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে প্রিন্স হ্যারির এই আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত আগেই গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিক্রির জন্য দোকানে রাখা হলে সেখান থেকে চম্বুকাংশ প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। অবশ্য পরে দোকান থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়।

কবির আহমেদ/ইবিটাইমস