ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরণের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম অবসর প্রাপ্ত কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় এনডিসি অং শিং মারমা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কর্মচারীদের মধ্যে চিকিৎসা,কন্যার বিবাহ, শিক্ষা বৃত্তির অনুদানের চেক বিতরণ করেন।
ঝালকাঠি জেলায় ২০৮জন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের ৭ হাজার টাকা করে, কন্যা বিবাহের জন্য ৭ হাজার টাকা, শিক্ষা বৃত্তি ৭হাজার টাকা ও এককালীন ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।
এই সভায় অবসর প্রাপ্ত কর্মাচারীদের মধ্যে মুক্তিযোদ্ধা এসএম শাহরিয়ার, নজরুল ইসলাম ও রমেশ আচার্য্য বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস