অভিবাসী নারীর অধিকার রক্ষায় সম্মাননা পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি

রিপন শানঃ অভিবাসী নারীর অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।
৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহিদ মিনারে ‘মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ’ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের ৫টি দেশ থেকে আগত কবি-সাহিত্যিক-শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক, বিপিএম (সেবা)। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি, লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, জ্ঞানতাপস প্রাকৃতজ শামীমরুমি টিটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সবার কণ্ঠ পত্রিকার প্রকাশক-সম্পাদক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু সহ দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন গুণিজনেরা।
উল্লেখ্য, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি দীর্ঘদিন যাবত সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিশ্বের মুসলিম দেশগুলোতে কাজের সন্ধানে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি নারীদের আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশে ফিরিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেন। যে সংবাদগুলো জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়ে আসছে। নিজের জীবনকে বাজি রেখে এই সাহসী নারী সাংবাদিক এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিকের বেশি অসহায়-নির্যাতিত অভিবাসী নারীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং তাদের মধ্যে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবি টাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »