ভিয়েনা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলনের দোয়া অনাবাদি ও বসতবাড়ির আঙিনায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে উপকরণ বিতরণ সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি অস্ট্রিয়ায় মুসলিমদের সাথে সহাবস্থান কঠিন, ÖVP দলের ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শরীক দলের রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

পরলোকে সাবেক পোপ বেনেডিক্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ৪০ সময় দেখুন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু বা প্রাক্তন ভ্যাটিকান প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট তার ভ্যাটিকানের বাসভবনে মারা গেছেন

ইউরোপ ডেস্কঃ আজ শনিবার(৩১ ডিসেম্বর) বৃটিশ সংবাদ সংস্থা বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি আরও জানায় বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে ছিলেন ৯৫ বছর বয়সী সাবেক এই খ্রিস্টান প্রধান ধর্মগুরু।

এর আগে গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। শেষমেশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি।

এখানে উল্লেখ্য যে,গত ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।

সদ্য পরলোকগত পোপ বেনেডিক্ট ছিলেন গত ১০০০ বছরে মধ্যে প্রথম জার্মানির পোপ। বর্তমান পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর অনেক সুসম্পর্ক ছিল বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে ২০১৩ সালে পদ যাওয়ার পরে ভ্যাটিকানের মধ্যে তাঁর নিরন্তর উপস্থিতি কার্যত চার্চকে আদর্শগতভাবে দ্বিধাবিভক্ত করে দেয়।

খুব ভালো পিয়ানো বাজাতেন পোপ বেনেডিক্ট। গোটা বিশ্বজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল একটা সময়। তবে ভ্যাটিকানের অভ্যন্তরে নানা আমলাতান্ত্রিকতা, জটিলতার আবর্তে তিনি জড়িয়ে পড়তেন বার বার। তাঁর আট বছরের সময়কালে তিনি বার বার নানা সমস্যায় পড়েছেন।

এদিকে যাজকদের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থার অভিযোগ উঠত বার বারই। তবে বেনেডিক্ট অবশ্য এই যৌন হেনস্থার ঘটনাকে একেবারে দূর করার ক্ষেত্রে চার্চ যে অসফল সেকথাও কার্যত স্বীকার করে নিতেন। পাশাপাশি এনিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে তিনিই প্রথম পোপ যিনি এই অনাচারের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন।

এদিকে ২০২২ সালে তাঁর নিজের দেশ জার্মানিতে একটি স্বাধীন রিপোর্ট উঠে আসে। সেখানে অভিযোগ তোলা হয়, বেনেডিক্ট নিজেও অন্তত চারটি যৌন হেনস্থার ঘটনায় কড়া ব্যবস্থা নিতে পারেননি। ১৯৭৭-১৯৮২ সাল পর্যন্ত তিনি ছিলেন মিউনিখের আর্চবিশপ। সেই সময় তিনি চারটি ঘটনায় জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

এদিকে এই রিপোর্টে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন তিনি।  এনিয়ে আবেগপ্রবণ হয়ে একটি ব্যক্তিগত চিঠিও লিখে ফেলেন। সেখানে উল্লেখ করেন ভুল হয়ে গিয়েছিল। এজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, এজন্য সরাসরি তাঁকে দায়ী করা ঠিক নয়।

২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি। বেনেডিক্ট (Pope Benedict XVI) ভ্যাটিকান ঘোষণা করেছিলেন, তিনি ইস্তফা দিচ্ছেন। গোটা খ্রীষ্টান সমাজ নড়ে গিয়েছিল এই ঘটনায়।

বেনেডিক্টের কয়েকটি কথা খুব স্মরণযোগ্য। আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে চলে গেলেন তিনি। তিনি শেষবার এক বিশাল সমাবেশে জানিয়েছিলেন, ‘কখনও আনন্দের সময় থাকে। আবার এমন সময়ও থাকে যখন সময়টা ঠিকঠাক থাকে না। কখনও এমন সময় থাকে যখন সমুদ্র উত্তাল থাকে। আর বাতাস বিপরীত থেকে বয়ে যায়। আর তখন মনে হয় ঈশ্বর হয়তো ঘুমোচ্ছেন। ঈশ্বর নিদ্রা গিয়েছেন…’।

কবির আহমেদ, ব্যুরো চীফ, অস্ট্রিয়া /ইবিটাইমস 

জনপ্রিয়

ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরলোকে সাবেক পোপ বেনেডিক্ট

আপডেটের সময় ০৬:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু বা প্রাক্তন ভ্যাটিকান প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট তার ভ্যাটিকানের বাসভবনে মারা গেছেন

ইউরোপ ডেস্কঃ আজ শনিবার(৩১ ডিসেম্বর) বৃটিশ সংবাদ সংস্থা বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি আরও জানায় বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে ছিলেন ৯৫ বছর বয়সী সাবেক এই খ্রিস্টান প্রধান ধর্মগুরু।

এর আগে গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। শেষমেশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি।

এখানে উল্লেখ্য যে,গত ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।

সদ্য পরলোকগত পোপ বেনেডিক্ট ছিলেন গত ১০০০ বছরে মধ্যে প্রথম জার্মানির পোপ। বর্তমান পোপ ফ্রান্সিসের সঙ্গে তাঁর অনেক সুসম্পর্ক ছিল বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে ২০১৩ সালে পদ যাওয়ার পরে ভ্যাটিকানের মধ্যে তাঁর নিরন্তর উপস্থিতি কার্যত চার্চকে আদর্শগতভাবে দ্বিধাবিভক্ত করে দেয়।

খুব ভালো পিয়ানো বাজাতেন পোপ বেনেডিক্ট। গোটা বিশ্বজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল একটা সময়। তবে ভ্যাটিকানের অভ্যন্তরে নানা আমলাতান্ত্রিকতা, জটিলতার আবর্তে তিনি জড়িয়ে পড়তেন বার বার। তাঁর আট বছরের সময়কালে তিনি বার বার নানা সমস্যায় পড়েছেন।

এদিকে যাজকদের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থার অভিযোগ উঠত বার বারই। তবে বেনেডিক্ট অবশ্য এই যৌন হেনস্থার ঘটনাকে একেবারে দূর করার ক্ষেত্রে চার্চ যে অসফল সেকথাও কার্যত স্বীকার করে নিতেন। পাশাপাশি এনিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে তিনিই প্রথম পোপ যিনি এই অনাচারের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন।

এদিকে ২০২২ সালে তাঁর নিজের দেশ জার্মানিতে একটি স্বাধীন রিপোর্ট উঠে আসে। সেখানে অভিযোগ তোলা হয়, বেনেডিক্ট নিজেও অন্তত চারটি যৌন হেনস্থার ঘটনায় কড়া ব্যবস্থা নিতে পারেননি। ১৯৭৭-১৯৮২ সাল পর্যন্ত তিনি ছিলেন মিউনিখের আর্চবিশপ। সেই সময় তিনি চারটি ঘটনায় জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

এদিকে এই রিপোর্টে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন তিনি।  এনিয়ে আবেগপ্রবণ হয়ে একটি ব্যক্তিগত চিঠিও লিখে ফেলেন। সেখানে উল্লেখ করেন ভুল হয়ে গিয়েছিল। এজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, এজন্য সরাসরি তাঁকে দায়ী করা ঠিক নয়।

২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি। বেনেডিক্ট (Pope Benedict XVI) ভ্যাটিকান ঘোষণা করেছিলেন, তিনি ইস্তফা দিচ্ছেন। গোটা খ্রীষ্টান সমাজ নড়ে গিয়েছিল এই ঘটনায়।

বেনেডিক্টের কয়েকটি কথা খুব স্মরণযোগ্য। আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে চলে গেলেন তিনি। তিনি শেষবার এক বিশাল সমাবেশে জানিয়েছিলেন, ‘কখনও আনন্দের সময় থাকে। আবার এমন সময়ও থাকে যখন সময়টা ঠিকঠাক থাকে না। কখনও এমন সময় থাকে যখন সমুদ্র উত্তাল থাকে। আর বাতাস বিপরীত থেকে বয়ে যায়। আর তখন মনে হয় ঈশ্বর হয়তো ঘুমোচ্ছেন। ঈশ্বর নিদ্রা গিয়েছেন…’।

কবির আহমেদ, ব্যুরো চীফ, অস্ট্রিয়া /ইবিটাইমস