বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।
বাংলাদেশ ডেস্কঃ শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা-ই-জামিল। বাংলাদেশের বিভিন্ন জাতীয়
সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। দুজনই আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান মোট ভোট পেয়েছেন ৪৭৪ টি।
বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া, ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তথ্যসূত্র: বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম
কবির আহমেদ/ইবিটাইমস