মেঘনায় জ্বালানি তেলবাহী ডুবে যাওয়া কার্গো উদ্ধারে ৬ষ্ঠ দিনেও দৃশ্যমান অগ্রতি নেই

ভোলা প্রতিনিধিঃ ভোলার মেঘনায় তলাতুলি পয়েন্টে জ্বালানি তেলবাহী  ডুবে যাওয়ায় কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ উদ্ধার কাজে ৬ দিনেও নেই  দৃশ্যমান অগ্রগতি। কবে নাগাদ এটি উদ্ধার কাজ শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শুক্রবার(৩০ ডিসেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ পরিচালক মোঃ শাজাহান জানান, ঘন কুয়াশা  এবং জোয়ার-ভাটার কারনে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।
জাহাজটিকে পানির তলদেশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

বিআইডব্লিটিএ জানিয়েছে, কোস্টগার্ড ও মালিক পক্ষের যৌথ প্রচেষ্ঠায় ৫৫ সদস্য একটি দল চেষ্টা চালিয়ে  গত ৩ দিনে ডুবে যাওয়ায় জাহাজের পানির তলদেশে  দুটি সিলিং মেশিন বসাতে সক্ষম হয়। এখনও সেখানে   আরও দুটি সিলিং বসানোর চেস্টা করছে উদ্ধাকারি দল। এরপর সেন্টারিং করে উদ্ধারকারি জাহাজ জোহুর ও হুমায়ারি দিয়ে টেনে তোলা হবে।

পদ্মা ওয়েল কেম্পানির ডিজিএম আসিফ মালেক জানান, খুব দ্রুত জাহাজটি উদ্ধারের চেস্টা চলছে। দুর্ঘটনা কবলিত জাহাজে সাড়ে ১১ লাখ ডিজেল ও অকটেন ছিলো। কি পরিমার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি।

এদিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার আকিফ খান রিদম জানায়, দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-২-এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে,সে জন্য কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে।

অন্যদিকে সময় যত বাড়ছে ঠিক ততই ভয়াবহ পরিবেশ দূষনের আশংকা করা হচ্ছ।  কারন এখনও দুর্ঘটনা কবলিত জাহাজের তেল মেঘনায় ছড়িয়ে পড়ছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে, আমরা পানির  নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি, রিপোর্ট আসতে আরও ৫ দিন সময় লাগবে। তখন বলা যাবে ক্ষতির পরিমান।

অপরদিকে এ ঘটনায় আলাদা ৫ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মালিক পক্ষ ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চাঁদপুর ও ঢাকার  উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »