ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার পক্ষ থেকে সভাপতি রবিন মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলকে ২০২৩ সালের নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়েছে,নতুন বছর ২০২৩ সাল আপনার এবং আপনার পরিবারকে স্বাস্থ্য, সম্পদ এবং সুখী করুক। আসন্ন বছর ২০২৩ সাল আমাদের সকলের জন্য নতুন মুহূর্ত, অ্যাডভেঞ্চার, স্মৃতি, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসুক।
আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা বানানো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের বাংলাদেশ সরকারকে সমর্থন ও
সর্বাত্মক সহযোগিতা করি।
কবির আহমেদ/ইবিটাইমস