রিপন শানঃ আশরাফুল আলম একজন বীরমুক্তিযোদ্ধা। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক। তিনি একজন আবৃত্তিশিল্পী। দীর্ঘ প্রায় ৫ দশক আবৃত্তির সাথে যুক্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আবৃত্তিদল, নাট্যদল, আয়োজিত দেশের সর্বত্র বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষণ দিয়ে থাকেন।
বাংলাদেশ সরকারের অন্যতম জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, বেতার অনুষ্ঠান, বেতার অনুষ্ঠান প্রযোজনা, সংবাদ পাঠ, উপস্থাপনা ইত্যাদি বিষয়ে আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি মুক্তিযোদ্ধা এবং শব্দসৈনিক হিসেবে তার অবদানের জন্য প্রাপ্ত সম্মাননা সমূহ হলঃ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার ‘স্বাধীনতা পুরস্কার’ ২০১৭, আবৃত্তির জন্য ‘শিল্পকলা পদক’ ২০১৪,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা, ডেফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মাননা। এছাড়া আবৃত্তির জন্য গোলাম মুস্তাফা পদক ও নরেন বিশ্বাস পদক পেয়েছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেতারের সাথে যুক্ত ছিলেন ১৯৭২ সাল থেকে এবং পরিচালক হিসেবে অবসরে যান ২০০৫ সালে।
তার ভাষায় তিনি বলেন, কবিতা অথবা সাহিত্য বলে বিবেচিত গদ্যের সামগ্রিক রূপকে প্রকাশের জন্য কণ্ঠস্বরের যথাযথ প্রয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংশ্লিষ্ট ভাষার শুদ্ধ উচ্চারণ অক্ষুণ্ণ রেখে বিষয়ের ধারণকৃত, অর্থ, অনুভূতি, আবেগ, ছন্দ, বিরাম প্রভৃতি সমন্বিত ও পরিমিত ব্যঞ্জনা প্রকাশই হল ‘আবৃত্তি’।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন আবৃত্তিকার, সংবাদ পাঠক, সংগঠক, উপস্থাপক সম্মাননীয় জনাব আশরাফুল আলমকে অফুরান শ্রদ্ধা।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস