গত একমাস যাবত ফুটবলের যাদুকর খ্যাত ব্রাজিলের সাবেক কিংবদন্তী ফুটবলার পেলের মৃত্যুর গুজব ছড়ালেও আজ তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে (১৯৪০ – ২০২২)

স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে। বৃটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবলের সর্ব কালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে।
ফুটবল মাঠে তার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার। সেই তিনি জীবনের মাঠে হার মানলেন মরণব্যাধি ক্যান্সারের কাছে। ক্যান্সারের সঙ্গে লড়াইটা ছিলো দীর্ঘদিনের, আর পারলেন না। মরণঘাতী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবলের রাজা পেলে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ফুটবলের সম্রাটখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ‘কালোমানিক’ পেলে।
বিবিসি আরও জানিয়েছে ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গত বছর টিউমারও ধরা পড়েছিলো, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিলো না। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।
এদিকে সর্বকালের সেরা ফুটবল তারকা পেলের মেয়ে কেলি নাসিমেন্টো গতকাল বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ৮২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল গ্রেটের হাসপাতালে ভর্তি হওয়ার এক মাস কাছাকাছি হওয়ায় তিনি এবং তার পরিবার দুঃখ ও হতাশার মুহূর্ত সহ্য করছেন।
তিনবারের বিশ্বকাপ জয়ী এই মহান ফুটবল তারকার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি বলেছেন, তিনি “কিডনি এবং কার্ডিয়াক ডিসফাংশন” সম্পর্কিত “উন্নত পরিচর্যার” অধীনে রয়েছেন।
পেলেকে গত ২৯ নভেম্বর সাও পাওলোর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল গত সপ্তাহে আর কোনো হাল নাগাদ সংবাদ প্রকাশ করেনি।
কেলি ইনস্টাগ্রামে বলেছেন, “এই মুহূর্তগুলি ব্যাখ্যা করা কঠিন। কখনও কখনও এটি অনেক দুঃখ এবং হতাশার, আবার অন্যান্য মুহুর্তে আমরা হাসি এবং মজার স্মৃতির কথা বলি।” পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে রয়েছেন।
এডসন চোলবি নাসিমেন্টো, পেলের এক ছেলে, যিনি এডিনহো নামে পরিচিত, শনিবার হাসপাতাল পরিদর্শন করে মঙ্গলবার দক্ষিণ ব্রাজিলের একটি শহরে ফিরে আসেন, যেখানে তিনি একজন ফুটবল কোচ হিসেবে কাজ করেন। তবে, সাও পাওলো ছাড়ার পর থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এডসন আরন্তেস ডো নাসিমেন্টো, যিনি বিশ্বব্যাপী পেলে নামে পরিচিত, তার একটি কোলন টিউমার ২০২১ সালের সেপ্টেম্বরে অপসারণ করা হয়। তবে এটি অন্য অঙ্গে ছড়িয়েছে কিনা, তা তার পরিবার বা হাসপাতাল কেউই নির্দিষ্ট করে জানাননি।
সংবাদপত্র ফোলহা ডি এস পাওলো গত সপ্তাহান্তে রিপোর্ট করেছে, পেলের কেমোথেরাপি কাজ করছে না এবং ডাক্তাররা তাকে উপশমকারী যত্নে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, পেলের পরিবার সেই রিপোর্ট অস্বীকার করেছে।
পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলকে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং ৭৭ গোল করে দলের সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরারদের মধ্যে তিনি একজন। সর্বশেষ বিশ্বকাপে পেলের রেকর্ড ভেঙ্গেছেন হাল আমলের তারকা ফুটবলার নেইমার।
আমরা ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে ব্রাজিল, বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিদের সাথে এই কিংবদন্তী ফুটবলার এডসন আরন্তেস ডো নাসিমেন্টো ওরফে পেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
কবির আহমেদ/ইবিটাইমস






















