ভিয়েনা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুই বছর পর কোন বিধিনিষেধ ছাড়াই ভিয়েনায় নববর্ষ উদযাপনের পরিকল্পনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ২১ সময় দেখুন

নববর্ষের প্রাক্কালে ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien সাবওয়ে, বাস এবং ট্রামওয়ের সারারাতের সময়সূচী ঘোষণা 

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নববর্ষের রাতের অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২২ থেকে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সারারাত গণপরিবহন খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সাধারণত ভিয়েনায় সব সময় সপ্তাহান্তে দুইদিন ও ছুটির দিন সারারাত মেট্রোরেল (U Bahn) চলাচল করে। নববর্ষের রাত ভিয়েনার প্রায় সমস্ত গণপরিবহনই সারারাত চলাচল করবে।

বৈশ্বিক মহামারী করোনার জন্য গত দুই বছর বিভিন্ন বিধিনিষেধের কারনে অস্ট্রিয়ায় বিশেষ করে রাজধানী ভিয়েনায় আনুষ্ঠানিকভাবে নববর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত ছিল। বর্তমান সময়ে করোনার দৈনিক সংক্রমণ দুই থেকে পাঁচ হাজারের মধ্যে হলেও ভিয়েনার গণপরিবহন ও স্বাস্থ্য পরিসেবায় FFP2 মাস্ক পড়া ছাড়া আর কোন প্রকার বিধিনিষেধ নাই। ভিয়েনার বিভিন্ন সংবাদ মাধ্যম নববর্ষের রাতে ২০ লাখ অধ্যুষিত রাজধানী শহর ভিয়েনায় প্রায় ৮ লাখ মানুষ রাস্তায় নামবে বলে ধারণা করছেন।

ভিয়েনায় নববর্ষের প্রধান আকর্ষণ ঠিক রাত ১২ টায় সিটি সেন্টার খ্যাত Stephansplatz এ ঊর্ধ্ব আকাশে নানান রঙ্গের আতশবাজি নিক্ষেপে করা। সিটি সেন্টার ছাড়াও সমগ্র ভিয়েনায় এই আতশবাজি ফোটানোর আনন্দ উচ্ছ্বাস চলে রাত প্রায় ১ টা পর্যন্ত।

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, ভিয়েনায় রাতের পাতাল রেলগুলি (U Bahn) নববর্ষের প্রাক্কালে প্রায় ৫ থেকে ৭মিনিট পর পর এবং রাত ১২ টার পর প্রতি 15 মিনিট অন্তর অন্তর সপ্তাহান্তের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে।

নববর্ষের রাতে ভিয়েনায় নিম্নোক্ত ট্রামওয়ে (Straßenbahn) ও বাস(Autobus) সমূহ প্রতি ৩০ মিনিটের বিরতির মাধ্যমে সারারাত চলাচল করবে। ট্রাম লাইন সমূহ যেমন, U2Z, D, 1, 2, 6, 11, 18, 25, 26, 31, 38, 41, 43, 46, 49, 60, 62 এবং 71 এবং বাস লাইন সমূহ যেমন, 7A, 26A, 29A , 35A, 62A, 66A, 68A, 68B এবং 73A।

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, নববর্ষের রাতে অধিকাংশ রাতের নিয়মিত বাস সার্ভিস বাতিল করা হয়েছে। তবে ৩১ শে ডিসেম্বর এবং ১ লা জানুয়ারি নিম্নোক্ত রাতের বাস সমূহ এবং অন-কল বাস লাইন সমূহ চলাচল করবে যেমন N17, N24, N61, N90 এবং N91 সকালের প্রথম ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien আরও বিস্তারিত তথ্য জানার জন্য তাদের নিম্নোক্ত ওয়েবসাইটটি পরিদর্শনের অনুরোধ করেছেন।
www.wienerlinien.at/fahrplan

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, নববর্ষের প্রাক্কালে ৩১ শে ডিসেম্বর শনিবার রাত দশটার পর ভিয়েনার সিটি সেন্টার Stefan Platz এর মেট্রোরেল স্টেশনে (U Bahn Station) মেট্রোরেল থামবে না। নববর্ষ উদযাপনের জন্য রাত দশটার পর থেকে রাত প্রায় ১ টা পর্যন্ত হাজার হাজার মানুষের
সমাগমের কারণে যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য রাত ১০ টার পর Stephansplatz স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে,  ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন(Wiener Linien)।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই বছর পর কোন বিধিনিষেধ ছাড়াই ভিয়েনায় নববর্ষ উদযাপনের পরিকল্পনা

আপডেটের সময় ০৬:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

নববর্ষের প্রাক্কালে ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien সাবওয়ে, বাস এবং ট্রামওয়ের সারারাতের সময়সূচী ঘোষণা 

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নববর্ষের রাতের অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২২ থেকে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সারারাত গণপরিবহন খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সাধারণত ভিয়েনায় সব সময় সপ্তাহান্তে দুইদিন ও ছুটির দিন সারারাত মেট্রোরেল (U Bahn) চলাচল করে। নববর্ষের রাত ভিয়েনার প্রায় সমস্ত গণপরিবহনই সারারাত চলাচল করবে।

বৈশ্বিক মহামারী করোনার জন্য গত দুই বছর বিভিন্ন বিধিনিষেধের কারনে অস্ট্রিয়ায় বিশেষ করে রাজধানী ভিয়েনায় আনুষ্ঠানিকভাবে নববর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত ছিল। বর্তমান সময়ে করোনার দৈনিক সংক্রমণ দুই থেকে পাঁচ হাজারের মধ্যে হলেও ভিয়েনার গণপরিবহন ও স্বাস্থ্য পরিসেবায় FFP2 মাস্ক পড়া ছাড়া আর কোন প্রকার বিধিনিষেধ নাই। ভিয়েনার বিভিন্ন সংবাদ মাধ্যম নববর্ষের রাতে ২০ লাখ অধ্যুষিত রাজধানী শহর ভিয়েনায় প্রায় ৮ লাখ মানুষ রাস্তায় নামবে বলে ধারণা করছেন।

ভিয়েনায় নববর্ষের প্রধান আকর্ষণ ঠিক রাত ১২ টায় সিটি সেন্টার খ্যাত Stephansplatz এ ঊর্ধ্ব আকাশে নানান রঙ্গের আতশবাজি নিক্ষেপে করা। সিটি সেন্টার ছাড়াও সমগ্র ভিয়েনায় এই আতশবাজি ফোটানোর আনন্দ উচ্ছ্বাস চলে রাত প্রায় ১ টা পর্যন্ত।

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, ভিয়েনায় রাতের পাতাল রেলগুলি (U Bahn) নববর্ষের প্রাক্কালে প্রায় ৫ থেকে ৭মিনিট পর পর এবং রাত ১২ টার পর প্রতি 15 মিনিট অন্তর অন্তর সপ্তাহান্তের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে।

নববর্ষের রাতে ভিয়েনায় নিম্নোক্ত ট্রামওয়ে (Straßenbahn) ও বাস(Autobus) সমূহ প্রতি ৩০ মিনিটের বিরতির মাধ্যমে সারারাত চলাচল করবে। ট্রাম লাইন সমূহ যেমন, U2Z, D, 1, 2, 6, 11, 18, 25, 26, 31, 38, 41, 43, 46, 49, 60, 62 এবং 71 এবং বাস লাইন সমূহ যেমন, 7A, 26A, 29A , 35A, 62A, 66A, 68A, 68B এবং 73A।

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, নববর্ষের রাতে অধিকাংশ রাতের নিয়মিত বাস সার্ভিস বাতিল করা হয়েছে। তবে ৩১ শে ডিসেম্বর এবং ১ লা জানুয়ারি নিম্নোক্ত রাতের বাস সমূহ এবং অন-কল বাস লাইন সমূহ চলাচল করবে যেমন N17, N24, N61, N90 এবং N91 সকালের প্রথম ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien আরও বিস্তারিত তথ্য জানার জন্য তাদের নিম্নোক্ত ওয়েবসাইটটি পরিদর্শনের অনুরোধ করেছেন।
www.wienerlinien.at/fahrplan

ভিয়েনার গণপরিবহন সংস্থা আরও জানিয়েছে, নববর্ষের প্রাক্কালে ৩১ শে ডিসেম্বর শনিবার রাত দশটার পর ভিয়েনার সিটি সেন্টার Stefan Platz এর মেট্রোরেল স্টেশনে (U Bahn Station) মেট্রোরেল থামবে না। নববর্ষ উদযাপনের জন্য রাত দশটার পর থেকে রাত প্রায় ১ টা পর্যন্ত হাজার হাজার মানুষের
সমাগমের কারণে যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য রাত ১০ টার পর Stephansplatz স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে,  ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন(Wiener Linien)।

কবির আহমেদ/ইবিটাইমস