শেখ হাসিনা দেশের উন্নয়ন করেন, খালেদা নিজের উন্নয়ন করেন-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা দেশের উন্নয়ন করেন কিন্তু খালেদা জিয়া দেশের উন্নয়নের নামে নিজের ও তার পরিবারের উন্নয়ন করছেন। বঙ্গবন্ধু দেশের ও দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেল সহ দেশের অসম্ভব উন্নয়ন মূলক কাজগুলোও আজ সম্পন্ন হয়েছে। আর খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান দেশের কোটি কোটি টাকা আত্মসত করে আদালত কর্তৃক সাজা প্রাপ্ত হয়েছেন’।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ৯৩ নম্বর পূর্ব বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চ ল কান্তি বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন ।
এ সময় মন্ত্রী আরো বলেন, আজ দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। করোনা কালে সারা বিশে^র উন্নয়ন কাজের যখন থমকে গিয়েছিলো তখনও একমাত্র শেখ হাসিনার মত সরকার প্রদানের কারনে দেশের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ^ আজ বিস্ময়। ্তাই দেশের উন্নয়নে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে সরকার পরিচালনায় নির্বাচিত করতে হবে।

এর আগে একই দিন মন্ত্রী উপজেলার তারাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বরইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর-পূর্ব বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন, সামন্তুগাতী হতে সামন্তগাতী বর্ডার সড়কে ‘বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ’ আরসিসি গার্ডার ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন, তারাবুনিয়া বাজার সংলগ্ন ‘আব্দুস সত্তার’ গার্ডার ব্রীজের উদ্বোধন করে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »