ভোলা প্রতিনিধিঃ ভোলার তুলাতলি পয়েন্টের মেঘনায় এমভি সাগর নন্দিনী-২ কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ৩ দিন পর উদ্ধার কাজ শুরু হয়েছে।
বুধবার(২৮ ডিসেম্বর)সকাল ১০ টা থেকে উদ্ধার কাজ শুরু হয়।এর আগে উদ্ধারকারি একটি জাহাজ (বার্জ) মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে পৌছায়।
প্রথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয় ঘনকুয়াশা এবং স্রোতের কারনে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এই উদ্ধার কাজে বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল অংশ নিয়েছে। উদ্ধার কাজে সহযোগীতা করছে কোস্টগার্ড-নৌ পুলিশ।
পদ্মা অয়েল কোম্পানি লিঃ ডিজিএম এবং এ দুর্ঘটনার তদন্তকারি কর্মকর্তা আসিফ মালেক বলেন, বুধবার সকাল থেকে অর্ধ-নিমজ্জিত জাহাজ উদ্ধার কাজ শুরু হয়।
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মোঃ শাজাহান বলেন, উদ্ধার কাজে ৫০ সদস্যের একটি টিম অংশ নিয়েছে। প্রথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয় ঘনকুয়াশা এবং স্রোতের কারনে কিছুটা বিলম্বিত হচ্ছে তবে দ্রুত উদ্ধার কাজ সমাপ্ত হব। তবে কখন উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না এ কর্মকর্তা।
উল্লেখ, গত রোববার ভোর চট্ররগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার তেল নিয়ে ঢাকার উদ্দশ্যে যাচ্ছিল পদ্মা অয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গোজাহাজ। ঘন কুয়াশার কারনে সেটি ভোলার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সাথে থাক্কা লেগে ডুবে যায়।
মনজুর রহমান/ইবিটাইমস