অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেনদের ক্লাব বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ সোমবার (২৬ ডিসেম্বর) ভিয়েনার ১২ নাম্বার ডিস্ট্রিক্টের স্থানীয় একটি রেস্টুরেন্টে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য যে এই কমিটির সকল সদস্যের বয়স চল্লিশের ওপরে।
বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের বর্তমান সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ্ কামাল।
বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করে সভাপতি মাহবুবুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্য অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জন্য এই সিনিয়র ক্লাবের গুরুত্ব তুলে ধরেন। তিনি কমিউনিটির নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সংগঠনটিকে আরও গতিশীল করার জন্য কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ্ কামাল, সহ সাধারন সম্পাদক কবির আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান এবং সাংস্কৃতিক সম্পাদক মীর সালাউদ্দিন তরুণ।
বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের নব নির্বাচিত সদস্যরা হলেন যথাক্রমে,
সভাপতি :মাহবুবুর রহমান
সহ-সভাপতি: সাইফুল ইসলাম জসিম
সহ-সভাপতি: নুরুল আলম ইকরাম
সাধারণ সম্পাদক: শাহ্ কামাল
সহ সাধারণ সম্পাদক: কবির আহমেদ
কোষাধ্যক্ষ: মোহাম্মদ আনিসুজ্জামান
সহকারী কোষাধ্যক্ষ: ইকবাল মুস্তারি
সাংগঠনিক সম্পাদক: নয়ন হোসেন
সাংস্কৃতিক সম্পাদক: মীর সালাউদ্দিন তরুণ
সন্মানিত সদস্য: মনসুর আহমেদ
সন্মানিত সদস্য: মো: গোলাম মোস্তফা (জাহাঙ্গীর)
কবির আহমেদ/ইবিটাইমস