ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ১০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীকে কেন্দ্র করে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত সহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলায় আহতদের কয়েকজনকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার পোষ্ট অফিস রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। এ সময় পুরাতন জেলখানা সড়ক থেকে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়। এ দিকে ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তারা বিক্ষোভ মিছিল করতে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রলীগের হামলায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্না সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. বদিউজ্জামান রুবেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারন সম্পাদক নাছির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মাহমুদ সহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।

এ দিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ইফতেখার মাহমুদ সজল জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের কর্মীরা শহরের পোষ্ট অফিস সড়কে মিছিল নিয়ে যাওয়ার কালে বিএনপির নেতা-কর্মীরা তাদের উপর হামলা করে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান কাইয়ুম (২২), পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফেরদাউস (২১), সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শাহিন (২৩) সহ ৮ নেতা-কর্মী আহত হয়েছেন।

পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ওই দিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে কার্যালয়ের দরজা-জানালা সহ বেশ কিছু চেয়ার ভাংচুর হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে আসতে থাকা দলীয় নেতা-কর্মীদের উপর হামলা করা হয়েছে। আহতরা চিকিৎসা নিতে জেলা হাসপাতালে গেলে ছাত্রলীগের লোকজন সেখানে গিয়েও তাদের হামলা সহ ধাওয়া করে।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩০

আপডেটের সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীকে কেন্দ্র করে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত সহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলায় আহতদের কয়েকজনকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার পোষ্ট অফিস রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। এ সময় পুরাতন জেলখানা সড়ক থেকে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়। এ দিকে ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তারা বিক্ষোভ মিছিল করতে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রলীগের হামলায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্না সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. বদিউজ্জামান রুবেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারন সম্পাদক নাছির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মাহমুদ সহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।

এ দিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. ইফতেখার মাহমুদ সজল জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের কর্মীরা শহরের পোষ্ট অফিস সড়কে মিছিল নিয়ে যাওয়ার কালে বিএনপির নেতা-কর্মীরা তাদের উপর হামলা করে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান কাইয়ুম (২২), পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফেরদাউস (২১), সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শাহিন (২৩) সহ ৮ নেতা-কর্মী আহত হয়েছেন।

পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ওই দিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে কার্যালয়ের দরজা-জানালা সহ বেশ কিছু চেয়ার ভাংচুর হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে আসতে থাকা দলীয় নেতা-কর্মীদের উপর হামলা করা হয়েছে। আহতরা চিকিৎসা নিতে জেলা হাসপাতালে গেলে ছাত্রলীগের লোকজন সেখানে গিয়েও তাদের হামলা সহ ধাওয়া করে।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস