আগুনে দোতালা টিনের ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি
নিউজ ডেস্কঃ শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার কিছু পর আনুমানিক সাড়ে সাতটার দিকে অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের ঝালকাঠি জেলা প্রতিনিধি বাধন রায়ের ঝালকাঠি শহরের বাসায় ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া প্রতিনিধির সাথে এক তাৎক্ষণিক টেলিফোন সাক্ষাৎকারে বাধন রায় জানান, অগ্নিকাণ্ডের প্রায় দশ মিনিট পূর্বে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফেরত আসেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সাথে সাথেই প্রতিবেশীদের সাথে স্থানীয় রেড ক্রিসেন্টের সদস্যরাও আগুনের লেলিহান শিখার ওপর পানি নিক্ষেপ করতে থাকেন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ইউরো বাংলা টাইমসের ঝালকাঠি জেলা প্রতিনিধি বাধন রায় আরও জানান, অগ্নিকাণ্ডের সময় বাসায় তার মা ও বোন ছিলেন। অগ্নিকাণ্ডের সাথে সাথেই তারা নিরাপদে ঘর থেকে বের হতে সক্ষম হন।
তিনি আরও জানান, তার অসুস্থ বৃদ্ধ ঠাকুর দাদা আজ সকালে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে ঝালকাঠি ত্যাগ করেন। ফলে এই ভয়াভহ অগ্নিকাণ্ডে তাদের পরিবারের সবাই নিরাপদ ও সুস্থ আছেন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্ভবত দ্বিতলা টিনের বাড়ির ওপরে তলায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে। তবে অনুসন্ধানের পর ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা জানাবেন আগুন লাগার সঠিক কারণ। তাৎক্ষনিকভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।
এদিকে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক এক বার্তায় ঝালকাঠি জেলার “সোনার বাংলা ব্লাড ব্যাংক পরিবার ” এক বার্তায় বলেন, আমাদের পরিবারের সদস্য মানবিক রক্তযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক বাধন রায়ের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করছি।
আমরা ইউরো বাংলা টাইমসের পরিবার আমাদের সহকর্মী ঝালকাঠি জেলা প্রতিনিধি বাধন রায়ের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ প্রকাশ করছি। পরিবারের সকল সদস্য সুস্থ থাকায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
কবির আহমেদ/ইবিটাইমস