প্যারিসের পাবলিক প্রসিকিউটর অফিস শুক্রবার বিকেলে ঘোষণা করেছে, তারা ইচ্ছাকৃত হত্যা এবং গুরুতর সহিংসতার তদন্ত শুরু করেছে
আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার(২৩ ডিসেম্বর) মধ্য প্যারিসে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এএফপি সহ স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। প্যারিস পুলিশ প্রশাসন জানিয়েছে ৬৯ বছর বয়স্ক উক্ত গুলিবর্ষনকারীকে তারা গ্রেফতার করেছে বলে জানিয়েছে। তবে.তারা আর কিছুই বিস্তারিত জানায় নি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আজ শুক্রবার দুপুরের পর প্যারিস ১০ এরিয়ার Rue d’Enghien সড়কে গা দ্যু ইস্ট স্টেশনের কাছেই এক বন্দুকধারী এই গুলিবর্ষন ঘটনা ঘটায়। গুলিবর্ষন ঘটনার পর থেকেই পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। প্যারিস পুলিশ অভিযান চালাচ্ছে। সকড়টি এড়িয়ে চলতে সকলকে অনুরোধ জানানো হয়েছে ফ্রান্স পুলিশের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শি একজন ফরাসি মিডিয়াকে জানান আজ দুপুরে Rue d’Enghien সড়কে ৭/৮ টি গুলির শব্দে আতংক ছড়িয়ে পড়ে। এবং হতাহতের ঘটনা ঘটে। এলাকাটিতে কুর্দি জাতির মানুষজন বেশি বসবাস করে।
এবিষয়ে ফ্রান্স পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানানো হয়েছে গুলির ঘটনায় নিহত হয়েছে মোট ৩ জন। কেনো কি কারণে এই গুলির ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।
এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে গুলিবর্ষন ও হতাহতের ঘটনায় ফ্রান্সের পুলিশ একজন ৬৯ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তার পরিচয় যাচাই করা হচ্ছে। এপিএ আরও জানায় প্যারিসের স্থানীয় বিএফএম টিভি জানিয়েছে যে অভিযুক্ত অপরাধী এক বছর আগেও একটি অভিবাসী শিবিরে হামলা চালিয়েছিল।
অভিযুক্ত হামলাকারী কর্তৃপক্ষের পরিচিত প্রসিকিউটর লর বেকুউ আরও ঘোষণা করেছেন, অভিযুক্ত হামলাকারী কর্তৃপক্ষের কাছে পরিচিত ছিল। কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে ঘটে যাওয়া অপরাধের বর্ণবাদী পটভূমিও পরীক্ষা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘোষণা করেছেন যে তিনি প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টে হামলার স্থান পরিদর্শন করবেন। তিনি এই হামলার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্যারিসের যে এলাকায় এই গুলিবর্ষনের ও হতাহতের ঘটনা ঘটেছে সে এলাকাটি কুর্দি অধ্যুষিত এলাকা। এখানে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। জেলা প্রধান আলেকজান্দ্রা কর্ডেবার্ড সংবাদ মাধ্যমকে বলেন, প্যারিসে মারাত্মক গুলি চালানো হয়েছে। এই এলাকাটিতে একটি কুর্দি কমিউনিটি কেন্দ্র অবস্থিত। হামলাকারী কেন্দ্রের বিপরীতে একটি রেস্তোরাঁ এবং একটি হেয়ারড্রেসিং সেলুনেও গুলি চালায়।
সম্প্রচার কেন্দ্র ফ্রান্স ইনফো জানিয়েছে, পুলিশ বৃত্তের বরাত দিয়ে, ওই ব্যক্তি দুটি হত্যার চেষ্টার জন্য পরিচিত ছিল। “লে প্যারিসিয়েন” সংবাদপত্র লিখেছে যে উক্ত ফরাসি নাগরিক গত বছর একটি স্যাবার দিয়ে একটি অভিবাসী শিবিরে হামলা করেছিল এবং সেখানে বেশ কয়েকজনকে আহত করেছিল। লোকটি কেবল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কারাগার থেকে বেরিয়ে আসে এবং বিচারিক তত্ত্বাবধানে ছিল।
কবির আহমেদ/ইবিটাইমস