রিপন শানঃ ভোলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয়- ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা সংসদের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিটিএবি ভোলা জেলা সংসদের সহ-সভাপতি প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাাদক প্রভাষক মোহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথা বলেন- বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক,ভোলা দক্ষিণ প্রেসক্লাবের স্হায়ী কমিটির সদস্য বিশিষ্ট গীতিকার ও কবি হাওলাদার মাকসুদ, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ও ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ বাবুল, সিটিএবি জেলা সংসদের সদস্য ও ভোলা কলেজ থিয়েটার এর মুখপাত্র সন্তু দাস, সিটিএবি জেলা কমিটির সদস্য ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাাদক মীর মোশারফ অমি সহ ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, ভোলা জেলা সংসদের একঝাক সদস্য।
সভায়- আসছে জানুয়ারির প্রথম পক্ষে; কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, ভোলা সরকারি কলেজে জাতীয় নাট্যজনদের মাধ্যমে ২ দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা উদযাপনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিটিএবি ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ পারভিন আখতারের চুড়ান্ত অনুমোদন সাপেক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা নেয়া হবে বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়।
ব্যবস্থাপনা সম্পাদক /ইবিটাইমস