হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে অবস্থিত রূপাইছড়া রাবার বাগান মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪ টাকা থেকে রাবার বাগান অফিসের সম্মুকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভবনীপুর যুব সমাজের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী, শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আব্দুল্লাহ মিয়া, বশিউক রাবার সিলেট বিভাগ জোন শ্রমিক- কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন তালুকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব নিরঞ্জন সাহা নিরু। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু, প্রকৌশলী শ্যামল কান্তি রায়, ইউপি সদস্যা মোছাঃ ছালেহা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ পারুল মিয়া, ৭ মৌজার সভাপতি মোঃ ইয়াকুব উল্লাহ মহালদার, এ বি এম ফরহাদ তালুকদার, সমাজসেবক মোঃ মোশাররফ হোসেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র মনিটর শামীম আহমেদ মহসীন, নাইম আহমেদ ভবানিপুর যুব সংঘ, বিশ্বজিৎ দাস তিমির ইউনিয়ন ছাত্র লীগ নেতা, মনিরুজ্জামান তালুকদার তথ্য ও গবেষণা সম্পাদক পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ,
সাবেক বাহুবল উপজেলা জাসদ সভাপতি আব্দুল মান্নান, বাংলা টিভি প্রতিনিধিও আঞ্চলিক প্রেস্ল্যাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, দৈনিক খোলা কাগজের বাহুবল প্রতিনিধি ছাদিকুর রহমান, ভবানীপুর যুব সংঘের সদস্য সংঘশফিকুল ইসলাম, শ্যামল আহমেদ যুব সংঘ সদস্য, যুব সমাজ সদস্য রশিদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ আবু সালেহ্।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয় দিবসের বিভিন্ন খেলা ধূলায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন, এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, গাইবান্ধা থেকে আগত বাংলাদেশের আলোচিত লোক বাউল শিমুল হাসান, সুনামগঞ্জ থেকে আগত বাবু লাল, বাহুবলের তরুন কন্ঠশিল্পী জেবেল রেজাসহ বিভিন্ন শিল্পীবৃন্দ।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস