পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি বলেন, ‘বিএনপি ছাত্ররাজনীতির নামে তাদের ছেলেদের হাতে অস্ত্র তুলে দেয়। গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের পৃষ্ঠ পোষকতায় অস্ত্রের মাধ্যমে হল দখল ও টেন্ডরাবাজীর হয়েছিলো। কিন্তু শেখ হাসিনার দেশের শিক্ষার্থীদের আদর্শ রাজনীতির পথ চলার শিক্ষা দিতে শিক্ষার্থীদের হাতের অস্ত্র নতুন বই ও কলম তুলে দিয়েছেন। বছরের প্রথম দিনে বিনা মূল্যে পাঠ্য বই প্রদান কার হয়। আর সে বই পেয়ে শিক্ষার্থীরা তাদের পাঠে ফিরে যায়। কিন্তু বিএনপি-জোট সরকারের সময় পাঠ্য বইয়ের সংকট ছিলো। বছরের ৬ মাস চলে যাওয়ার পরও টাকার বিনিময়েও শিক্ষার্থীরা বই কিনতে পারতো না’।
গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা চাচ্ছেন ছাত্রলীগকে বিশে^র রাজনীতিতে একটি মেধাবী ও পরিছন্ন ছাত্রসংগঠন হিসাবে চিহ্নিত করতে। তাই তিনি মেধাবী ও প্রকৃত ছাত্রদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ জেলা-উপজেলার দায়িত্ব দিচ্ছেন।
উপজেলার স্বাধীনতা মে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মো. আল আমিন শেখের পরিচালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক। বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল প্রমুখ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস