ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নির্মানাধীন ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অবকাঠামোর পাশেই নির্মিত হচ্ছে ২৯০০ বর্গফুট আয়তনের ৬তলাবিশিষ্ট সাব ষ্টেশন। এই ভবনটিকে কেন্দ্র করে ৬তলার বিভিন্ন অংশের ১ম তলায় জেনারেটর ও মিটার রুম। ২য় তলায় অক্সিজেন ব্যবস্থাপনা কন্ট্রোল সার্ভার ওয়ার্ড মাস্টার ও সিসি টিভি অপারেটর রুম। ৩য় তলায় স্টোর রুম। ৪র্থ তলায় সিকিউরিটি, ড্রাইভার, সিসিটিভি মনিটর, ফার্মাসিটিক্যাল স্টোর। ৫ম তলায় সেন্ট্রাল লন্ড্রি ও ডাইং কিচেন, মেডিকেল রেকর্ড রুম। ৬ষ্ঠ তলায় ইন্সপেকশন রাখা হয়েছে। ঝালকাঠির গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই ভবনটি ফাউন্ডেশন পাইলিং এর কাজ শুরু হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই ভবনটি নির্মান সম্পন্ন না করা পর্যন্ত ২৫০ শয্যার হাসপাতালের আনুষ্ঠানিক উদ্ভোধন সম্ভব হবে না।
ঝালকাঠিতে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৬ হাজার বর্গফুট আয়তনের ৮তলা বিশিষ্ট ২৫০ শয্যার হাসপাতাল নির্মান করার কাজ চলছে। ইতিমধ্যেই ৬তলা পর্যন্ত অবকাঠামো ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে। এখানে ১০ বেডের আই সি ইউ প্রকল্পধীন রয়েছে। জননেতা আলহাজ্জ আমির হোসেন আমু এমপি এই ২৫০ শয্যার হাসপাতালটি ঘিরে মেডিকেল কলেজ করার প্রস্তাব ডিউ লেটারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই ২৫০ শয্যার হাসপাতালের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
বাধন রায়/ইবিটাইমস