বার্সেলোনার ভিক্টোরিয়া মানি ট্রান্সফার এন্ড ট্রাবেলস, আন্তর্জাতিক অভিবাসী পদকে ভূষিত

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন: ১৯ ডিসেম্বর সোমবার ২০২২ইং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে,বার্সেলোনা ভিক্টোরিয়া মানি ট্রান্সফার এন্ড ট্রাবেলসকে বাংলাদেশ দুতাবাস স্পেন কতৃর্ক আয়োজিত বাংলাদেশ

সরকারের প্রবাসি কল্যান ও বৈদেশীক কর্মসংস্হান মন্ত্রনালয় অনুমোদিত আন্তর্জাতিক অভিবাসী পুরুষ্কার ২০২২ এ অভিষিক্ত করেন।

গন প্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রনালয়ের সৎ ও আধুনিক স্লোগান “থাকব ভালো,রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়ব”।

বাংলাদেশ”এর উপর ভিত্তি করে স্পেন এ সততার সহিত রেমিটেন্স পাঠানো সকল প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত বিবেচনায় এগিয়ে থাকায় মাদ্রিদের আমানাহ মানি ট্রান্সফার প্রথম এবং বার্সেলোনা থেকে ভিক্টোরিয়া মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলস দ্বিতীয় স্হানে জায়গা করে নিয়ে স্মারক বুঝে নেন, স্মারক নাম্বারঃ১৯.০১.৩৪০১.০০৫.২৩.০১৩.১৫-৬৪।

ভিক্টোরিয়া মানি ট্রান্সফারের স্বত্বাধীকারী রাজীব হাসাইন ও জাহাঙ্গীর আলম যৌথ বিবৃতিতে বলেন এই পুরুষ্কার আমাদের সততা এবং নিষ্ঠার, আমাদের এই আনন্দ সকল রেমিটেন্স যোদ্ধাদের ভাগ করে দিলাম ।এ আনন্দ সকল রেমিটেন্স যোদ্ধাদের।

১৯ ডিসেম্বর দুতাবাস অডিটরিয়ামের এ আনন্দঘন অনুষ্টানে বাংলাদেশ দুতাবাস মাদ্রিদ স্পেন এর প্রধান মোহম্মদ সরওয়ার মাহমুদ বলেন এ সম্মাননা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হয়ে থাকবে। তিনি দেশ গঠনে রেমিটেন্স যোদ্ধাদের,ভুমিকার কথা তুলে ধরে বলেন দেশ এগিয়ে যাওয়ার অন্তরালে রেমিটেন্স যোদ্ধাদের ভুমিকা অপরিসীম।এই রেমিটেন্স যোদ্ধারা দেশের চালিকা শক্তি হিসাবে কাজ করে।তিনি রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম ও আমানাহ মানি ট্রান্সফারের স্বত্বাধিকারীর ভূয়সী প্রশংসা করেন।

পরে দুতাবাস প্রধান মোহাম্মদ সরওয়ার মাহমুদ,ফাষ্ট সেকেরেটারী, দূতাবাস এর কর্মকর্তা সহ, শুভাকাঙ্খী,সাংবাদিকও কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে পুরুষ্কার প্রাপ্তির হাতে স্মারক তুলে দেন।

স্পেন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »