ভোলা প্রতিনিধিঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় ভোলার সদরসহ বিভিন্ন উপজেলায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এদিকে জেলার লালমোহন,তজুমদ্দিন,মনপুরা ও চরফ্যাশন উপজেলার আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেন।
ভোলায় মেসি ভক্তদের আয়োজনের সমর্থকরা পতাকা, ব্যানার, ফেস্টুন, মুখোখ ও জার্সি গায়ে জড়ায়ে বাশি আর বাদ্যযন্ত্রের তালে মেতে উঠেন। এ সময় বিপুল সংখ্যক সমর্থকরা অংশগ্রহন করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আর্জেন্টিনা সমর্থক শফিকুল ইসলাম, শান্ত ঘোষ, অমি আহমেদ, আসিফ মাহমুদ মার্সেল, মোশারেফ অমি, রাচি চৌধূরী প্রমুখ।
এরআগে রোববার বিজয়ের পর পর পুরো শহর জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন সমর্থকরা। সাদা- আকাশি রংয়ের জার্সি গায়ে জড়িয়ে সমর্থকদের আনন্দ উল্লাসে পুরো শহর যেন পরিনত হয় এক টুকরো আর্জেন্টিনায়।
মনজুর রহমান/ইবিটাইমস