ভিয়েনায় তরুণ রাজনীতিবিদ নয়নের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠিত

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান এবং অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের ভিয়েনা ক্রিস্টাল ওয়েডিং হলে মাহমুদুর রহমান নয়নের বিবাহোত্তর বৌভাত সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত জনিত কারণে ও নানান বিধিনিষেধে এই অনুষ্ঠানটি একাধিকবার স্থগিত করা হয়। এখানে উল্লেখ্য যে, ২০২১ সালের ৯ আগস্ট লন্ডনে মাহমুদুর রহমান নয়নের সাথে সাফফাত ই খান মনিকার  সাথে বিবাহ সম্পন্ন হয়।

বৌভাত অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী ছাড়াও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের ক্ষমতাসীন পিপলস পার্টি অস্ট্রিয়ার ( ÖVP) সংসদ সদস্য সহ প্রায় ৫০জন রাজনীতিবিদ এই বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান নয়ন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের ক্ষমতাসীন পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মাহবুবুর রহমানের একমাত্র ছেলে।

মাহবুবুর রহমান অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ।

মাহমুদুর রহমান নয়নের শ্বশুর হাসনাত কবির খান রিপন অস্ট্রিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি দীর্ঘদিন স্বপরিবারে ভিয়েনায় বসবাসের পর বর্তমানে লন্ডন প্রবাসী। বর্তমান সময়ে তিনি যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক। তিনি বাংলাদেশে থাকা অবস্থায় ৯০ এর দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্র রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তিনি মোট তিন সন্তানের জনক।

ছেলের বৌভাত অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুষঠভাবে সম্পন্ন হওয়ায় আমাদের ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »