বার্সেলোনা থেকে জেবুন্নেছা জেবুঃ বাংলাদেশ আওয়ামী লীগ সান্তা কলোমা বার্সেলোনার উদ্যোগে প্লাসা দে পাও কাসালস থররে ভালদোভিনায় ১৬ই ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস ২০২২ উৎযাপিত হয়।
বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ দিয়ে অনুষ্টানের শুভ সুচনা করা হয় সন্ধ্যা ৬টা থেকে।সান্তা কলোমা বার্সেলোনা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও কেয়া আজাদ এর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান নাসিম।কোরআন থেকে তেলাওয়াত করেন সান্তা কলোমা বাংলা স্কুলের ছাত্র আবদুল্লাহ দেওয়ান।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাতালোনীয়া আওয়ামীলীগ বার্সেলোনার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাতালোনীয়া বার্সেলোনা আওয়ামীলীগ এর সভাপতি শফিকুল ইসলাম স্বপন।সাধারন সম্পাদক মোঃ খালেদুর রহমান,বার্সেলোনা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সিঃ সহ সভাপতি মোঃ হানিফ শরীফ,উপদেষ্টা কামরুল মোহামেদ,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কাতালোনীয়া বার্সেলোনার প্রধান উপদেষ্টা মেহেতাব হক জানু, সভাপতি জেবু্ন্নেছা জেবু,সমাজ কর্মী নবীনুল হক।
অনুষ্ঠানের প্রথম পর্বে আরও বক্তব্য রাখেন জাসুয়াল রাগবির সিং ও শেহজাদ আকবর ,আব্দুল জাব্বার সর্দার প্রমুখ।
কাতালোনীয়া ই আর সি পার্টির নেতা (পাকিস্তান)শেহজাদ আকবর বক্তব্যের শুরুতে ক্ষমা চেয়ে বলেন পাকিস্তান এর অযোগ্য নেতৃত্ব এবং বৈসম্যতার কারনে একটি দেশ দুইভাগে বিভক্ত হয়, সেদিন বাঙ্গালীদের সামনে যুদ্ধের বিকল্প আর কিছুই ছিলনা।সেই যুদ্ধের সর্বাগ্রে ছিলেন এক মহান নেতা মহান মানুষ,যার নাম শেখ মুজিবুর রহমান।কাতালোনিয়া ই আর সি পার্টির(ইন্ডিয়া)জাসুয়াল রাগবির সিং তার বক্তব্যে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও জননেত্রী শেখ হাসিনার প্রগতিশীল উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন।
বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বলেন দেশপ্রেমহীন মানুষ কখনো দেশের জন্য যুদ্ধ করতে পারে না। বঙ্গবন্ধুর সেদিনের বলিষ্ট নেতৃত্বে সর্বস্তরের মানুষ,মা মাটি ও দেশ প্রেমে উদ্ভোদ্ধ হয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন।মুক্তিযুদ্ধ এবং তিন লক্ষ শহীদের আত্ম ত্যাগের ফসল ১৬ই ডিসেম্বর আজকের বিজয় দিবস।
সভাপতি তার সমাপনী বক্তব্যে আগত অতিথি সাংবাদিক ও সমাজ কর্মিদের সাধুবাদ জানিয়ে অনুষ্টান এর প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন।
দ্বিতীয় পর্বে মেহেতাব হক জানুর পরিচালনায় সংগিত পরিবেশন করেন রাজু গাজী,মন্জু স্বপন,দীবা গাজী। রাত ৯টায় অনুষ্ঠান সমাপ্ত হয়।
স্পেন/ইবিটাইমস