পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের লক্ষাধীক টাকার গাছ চুরির অভিযোগে উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা বন কর্মকর্তা (এসএফপিসি) মো. ইউসুফ আলী হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গুচ্ছ গ্রাম হয়ে মন্ডলবাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য রাস্তার দু’পাশের বন বিভাগের রোপনকৃত বিভিন্ন জাতের গাছ অপসারনের জন্য বন বিভাগের পক্ষ থেকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয় । চিহ্নিত ৮৬টি গাছ গৌরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম এর জিম্মায় দেয়া হয়। জিম্মাদার হিসেবে উপজেলা ফরেষ্টার মো. ইউসুফ আলী হাওলাদার এর নিকট থেকে শহিদুল ইসলাম গাছ কর্তনের জন্য জিম্মা নামায় স্বাক্ষর করেন। এদিকে শহিদুল ইসলাম বন কর্মকর্তার লাল রং চিহ্নিত ৮৬টি গাছ ছাড়াও অতিরিক্ত ২৭টি গাছ ওই গাছের সঙ্গে কেটে নেয় এর মধ্যে রয়েছে ১০টি শিশু, ১০টি অর্জুন ও ৭টি মেহগনি গাছ যার মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৩৬ টাকা।
উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার জানান, উপজেলার গৌরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ১১ ডিসেম্বর বন বিভাগের মার্কিং করা গাছ ছাড়াও কোন রকম অনুমতি ব্যতিত আরও অতিরিক্ত ২৭ টি গাছ কেটে নেয়। যার মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৩৬ টাকা । এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মোঃ ফরিদ সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে বুধবার মামলা দায়ের করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস