পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন, ওরা (পাকিস্তান শাসক গোষ্টি) দেশটিকে মেধা শূন্য করতে চেয়েছিলো। তাই ওরা দেশের শ্রষ্ঠ মেধাবীদের হত্যা করেছিলো। কিন্তু বাঙ্গালী জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। কেননা, বাঙ্গালী সেদিন মরনকে বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩০ লক্ষ মানুষের বুকের তাজা রক্ত আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল। তাই আমরা আমাদের চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোন ক্ষতি করতে পারবেনা। বুধবার (১৪ ডিসেম্বর) পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিাসেব বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, যাদের জন্য আমি আজ এমপি-মন্ত্রী হয়েছি, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা ডিসি এসপি হয়েছি সেই সব শহীদ বুদ্ধিজীবীদের, সেই সব লাখো শহীদদের আমরা কবর দিতে পারি নাই। বদ্ধভুমির গন-কবরে তাদের আত্মা গুমড়ে কাঁদছে। আর এই হত্যাযজ্ঞের দোষর সেই সকল স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদর শান্তি কমিটির লোকজনের কবর হয় জাতীয় সংসদের মত একটি অতি পবিত্র যায়গার মাটিতে। স্বাধীনতা বিরোধী সেই জামায়াত-আলবদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল এখনও তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সকলকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১’র এর ভয়াভহতার ইতহাস সঠিক ভাবে জানাতে হবে। যে সব মুক্তিযোদ্ধারা এখনও আমাদের মাঝে জীবিত আছেন তারা কি ভাবে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন, সেই সব গল্প স্কুল কলেজের এই প্রজন্মকে জানানোর আহবান জানান মন্ত্রী।
ওই দিন দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু, রুহিয়া বেগম হাসি প্রমুখ।
এর আগে সকালে বলেশ্বর খেয়াঘাট বদ্ধভুমি স্মৃতিশৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন এবং পিরোজপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস