ভোলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আওয়ামী দুঃশাসন, নৈরাজ্য, বিএনপি’র কেন্দ্রীয় অফিস অবরুদ্ধ ভাঙচুর ও নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে ও আওয়ামী সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর)দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটির বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটির পুনরায় আবার জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সভাপতিত্বের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মিলন,ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল জেলা ছাত্রদলের সভাপতি আল আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, প্রমুখ।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বক্তব্য বলেন মির্জা ফকরুল আলমগীর সহ সকল রাজবন্দিদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলের মুক্তির দাবি জানান । আগামী ২৪শে ডিসেম্বরে গণ মিছিলের যোগদান করার জন্য ভোলা জেলার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান।
মনজুর রহমান/ইবিটাইমস