আজ বিশ্বকাপ ফুটবলের প্রথম প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া

আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারস্পরিক মোকাবিলার ইতিহাস প্রায় সমানে সমান

স্পোর্টস ডেস্কঃ আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় এবং মধ্য ইউরোপীয় সময় তথা অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার পরিকল্পনা ও ছক আঁকছে ক্রোয়েশিয়া। আর অন্যদিকে বর্তমান ফুটবল
বিশ্বের সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্বে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা ষষ্ঠবার ফাইনাল খেলার স্বপ্নে বিভোর। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার চোখ বিশ্বকাপ জেতার ট্রফিতে, আর আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচাতে চায় তৃতীয় বিশ্বকাপ জিতে।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসবধ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে ক্রোয়েশিয়া মরক্কোর সঙ্গে ড্র করার পর কানাডাকে হারায়। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে ওঠে তারা। জাপান ও ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে গতবারের রানার্স আপরা।

এবার ফাইনালে চোখ রেখে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আগে দুইবার একে অন্যের সঙ্গে খেললেও এবারই প্রথম নকআউটে দেখা হচ্ছে তাদের। বিশ্বমঞ্চে আগের দুই দেখায় একটি করে জিতেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। সব মিলিয়ে পাঁচবারের দেখায় দুটি করে জয় দুই দলের, অন্যটি ড্র।

প্রথমবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৪ সালের জুনে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের কেউ গোলের দেখা পায়নি, শেষ হয় গোলশূন্য ড্রতে। চার বছর পর ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ ম্যাচে প্রথম দেখা হয়, সেখানে মাউরিসিও পিনেদার একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা।

২০ বছর পর ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। গ্রুপ পর্বের ওই ম্যাচে আন্তে রেবিচ, লুকা মদরিচ ও ইভান রাকিতিচের দ্বিতীয়ার্ধের গোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় ক্রোয়েশিয়ানরা। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের দেখা হয়েছিল। প্রথমটিতে ৩-২ গোলে জেতে ক্রোয়েশিয়ানরা,তবে পরেরটি হেরেছে ২-১ গোলে।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে স্পেনের রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখিয়েছেন ১০টি হলুদ কার্ড। এর ফলে আজ আর্জেন্টিনার নিয়মিত স্টার্ট এগারজন থেকে। তিন জন খেলোয়াড় দুই হলুদ কার্ডের জন্য মাঠে নামতে পারবে না। তবে আর্জেন্টিনা মনে করছে এতে কোন সমস্যা হবে না।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া হেড টু হেড রেকর্ড: দুই দলের ৫ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে আর্জেন্টিনার জয় ২ বার,ক্রোয়েশিয়ারও জয় ২ বার এবং ড্র ১ বার। আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছে ৫টি এবং ক্রোয়েশিয়া গোল করেছে ৭টি।

উভয় দলের মুখোমুখি হওয়ার ইতিহাস:

* ৪ জুন, ১৯৯৪: আর্জেন্টিনা ০-০ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)

* ২৬ জুন, ১৯৯৮: আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)

* ১ মার্চ, ২০০৬: আর্জেন্টিনা ২-৩ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)

* ১২ নভেম্বর, ২০১৪: আর্জেন্টিনা ২-১ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)

* ২১ জুন, ২০১৮: আর্জেন্টিনা ০-৩ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »