বাংলাদেশের অনারারী কন্সুলার Ernst W. Graft এবং অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট রবিন মোহাম্মদ আলী আমন্ত্রিত
ডেস্ক রিপোর্টঃ গত ৬ অক্টোবর ২০২২ অস্ট্রিয়ার Graz এর মেয়র Ms. Elke Kahr এর আমন্ত্রনে অস্ট্রিয়ায় নিযুক্ত প্রায় ২৫ টি দেশের অনারেবল কন্সুলারবৃন্দ Graz এর Rathaus পরিদর্শন করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনারারী কন্সুলার Ernst W. Graft এবং অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট রবিন মোঃ আলী।
এখানে উল্লেখ্য যে, ২০১৬ ইং থেকে বাংলাদেশ সরকারের অনারারী কন্সুলার হিসেবে Ernst W. Graft দায়িত্ব পালন করছেন। তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশি প্রবাসিদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এজন্য অস্ট্রিয়ায় বসবাসরত বাংলাদেশীরা তাকে আপনজন মনে করেন।
উক্ত অনুষ্ঠানে মেয়র Ms. Elke Kahr সকলকে নৈশভোজনে আমন্ত্রন জানান।
ডেস্ক /ইবিটাইমস