বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে, অন্যদিকে ব্রাজিলের বিধায়

কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ট্রাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে এবং আর্জেন্টিনা ৪-৩ গোলে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে

স্পোর্টস ডেস্কঃ গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম দিনের দুইটি খেলাই নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটও অমীমাংসিত থাকায় শেষমেষ ট্রাইব্রেকারে গড়ায় অর্থাৎ পেনাল্টি কিকের মাধ্যমে জয়-পরাজয় নিশ্চিত করা হয়।

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ের ১০৫+১ মিনিটে নেইমার গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ১১৭ মিনিটের মাথায় পেটকোভিচ গোল করে সমতা ফেরান। সেই সমতা নিয়ে শেষ হয় অতিরিক্ত ৩০ মিনিট। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়ানরা।

এ নিয়ে তারা টানা চার-চারটি পেনাল্টি শ্যুটআউট জিতলো। ব্রাজিলকে হারানোর আগে তারা শেষ ষোলোতে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছিল। তার আগে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে ডেনমার্ককে এবং কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে হারিয়েছিল টাইব্রেকারে। সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরেছিল ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার পেনাল্টি শ্যুট: নিকোলা ভ্লাসিচ গোল, লোভরো মাজের গোল, লুক মদ্রিচ গোল ও মিসলাভ ওরসিক গোল। ব্রাজিলের পেনাল্টি শ্যুট: রদ্রিগো মিস, কাসেমিরো গোল, পেদ্রো গোল এবং মারকুইনহোস মিস।

এদিকে গতকাল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিধায় নেওয়ার সাথে সাথেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ তিতে। খেলাশেষে ব্রাজিল মিডিয়ার সাথে এক তাৎক্ষণিক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘এটি একটি বেদনাদায়ক পরাজয়। কিন্তু আমি নিজের উপর সন্তুষ্ট। আমি দুমুখো মানুষ নই।’ ব্রাজিলের এই বেদনাধায়ক বিদায়ের পর তিনি
আর পূর্বের ন্যায় মানসিক অবস্থায় নেই বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এদিকে গতকাল দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এক শ্বাসরুদ্ধকর খেলায় নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবলের অন্যতম শীরোপা প্রত্যাশি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি অপ্রতিরোধ্য নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে  সেমিফাইনালে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও ডাচদের টাইব্রেকারে হারিয়েছিল লিওনেল মেসির দল। শেষ মুহূর্তে ২-২ গোলে সমতা হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম দুটি মিস করে নেদারল্যান্ডস। সেখানেই পিছিয়ে যায় ডাচরা। দুটি গোলই বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। তার অসাধারণ গোলকিপিংয়ে কাতার

বিশ্বকাপের শেষ চারে উঠে আলবিসেলেস্তেরা। ২ গোলে গিয়ে পিছিয়ে থেকে সমতা আনে নেদারল্যান্ডস। ৮৩ মিনিট ও যোগ করা সময়ে দুটি গোলই করে ডাচ ফুটবলার বেগহোর্স্ট। আর আর্জনেটিনার হয়ে প্রথম গোল দেন মোলিনা দ্বিতীয় গোল দেন পেনাল্টি থেকে মেসি। সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ব্রাজিল কিলার ক্রোয়েশিয়া।

গতকাল রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের খেলার রেফারিংয়ের মান নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে আর্জেন্টিনা ও নেদারল‌্যান্ডসের ম‌্যাচটি পরিচালনা করেছিলেন মাতু লাহোজ। স্প‌্যানিশ রেফারি ম‌্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন যা বিশ্বকাপে এক ম‌্যাচে সর্বোচ্চ। ম‌্যাচে রেফারি মোট ১৬টি হলুদ কার্ড দেখান ফুটবলারদের। দুই দলের ফুটবলাররা সমান ৮টি করে হলুদ কার্ড পেয়েছিলেন। এছাড়া ম‌্যাচ চলাকালীন আর্জেন্টাইন কোচিং স্টাফের ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনিকে হলুদ কার্ড দেখান তিনি।

এছাড়া কার্ড পেয়েছেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও। বাদ যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। ১৬টি কার্ড দিলেও মাতু লাহোজ ম‌্যাচে ৪৮টি ফাউলের বাঁশি বাজিয়েছেন। যা বিশ্বকাপে এক ম‌্যাচেও সর্বোচ্চ। মূলত দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল ও শারীরিক সংঘর্ষে লিপ্ত হওয়ায় লাহোজকে লুসাইল স্টেডিয়ামে ব‌্যস্ত সময় কাটাতে হয়েছে। তবে রেফারির ওপর খুবই বিরক্ত আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ।

ম‌্যাচ শেষে তার কড়া সমালোচনা করে বলেছেন,‘রেফারি পাগল ও উদ্ধত। আপনি তাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, সে আপনার সঙ্গে চিৎকার করবে। সে ১০ মিনিট ইনজুরি টাইম দিয়েছে। নেদারল‌্যান্ডসে ওই সময়ে তিনটা ফ্রি কিক পেয়েছে। স্পেন বাদ পড়ায় সে আমাদেরকেও বাদ দিতে চেয়েছিল।’

তবে পেনাল্টিতে দুটি শট ঠেকিয়ে নিজের দেশকে সেমিফাইনালে তোলায় দারুণ খুশি মার্তিনেজ। তিনি বলেছেন,‘আমরা সেমিফাইনাল খেলছি কারণ আমাদের সেই আবেগ ও হৃদয় আছে। আমরা অন‌্যান‌্যদের মতোই খুবই উচ্ছ্বসিত।’

‘আমার মাথায় যে জিনিসটি প্রথম কাজ করে তা হলো আবেগ। আমরা ৪৫ মিলিয়ন মানুষের জন‌্য খেলি। অর্থনৈতিক কারণে দেশে খুব ভালো সময় যাচ্ছে না। তাদের মুখে এই মুহূর্তে হাসি ফোটানোর আনন্দ বেশ স্বস্তিদায়ক।’ – যোগ করেন মার্তিনেজ।

আজ শনিবার (১০ ডিসেম্বর) বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় রাত ৮ টায় এবং অস্ট্রিয়ার সময় বিকাল ৪ টায় দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। আর বাংলাদেশ সময় রাত ১ টায় এবং অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় কাতার বিশ্বকাপ ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »