কাতার বিশ্বকাপ ফুটবলের শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। রোমাঞ্চকর লড়াইয়ের পর এক দলকে সেমিফাইনালের আগেই নিতে হবে বিদায়। তবে তার আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা
স্পোর্টস ডেস্কঃ এবার দেখা যাক এই দুই দলের পারস্পরিক ফুটবল খেলার ইতিহাস বলছ। বিশ্বকাপ ফুটবলে দুদলই হয়েছে একে অন্যের কান্না-হাসির কারণ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে আর্জেন্টিনা রয়েছে তিনে। বিপরীতে ডাচরাও খুব একটা পিছিয়ে নেই, অষ্টম স্থানে আছে। দুদলের তফাৎটা অতি সূক্ষ্ম।
আগে ৯ বারের দেখায় আলবিসেলেস্তেরা বা আর্জেন্টিনা জিতেছে ৩ বার, তাদের চেয়ে এক ম্যাচ বেশি জিতেছে কমলা জার্সিধারীরা, মোট ৪ বার। বিশ্বমঞ্চে হিসাবটা একেবারে সমানে সমান। ৫ বারের মুখোমুখিতে দুই জয়, দুই হার ও এক ড্র।
১৯৭৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আকাশী-নীলদের উড়িয়ে দিয়েছিল ডাচবাহিনী। ১৯৭৮ সালে দুদল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৩-১এ জিতে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
২০ বছর পর আবারও দুদল বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। ফ্রান্সে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ মিনিটের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমির টিকিট কেটেছিল নেদারল্যান্ডস। আট বছর পর ২০০৬ বিশ্বকাপে গ্রুপপ র্বে তারা গোলশূন্য ড্র করে।
ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলের দেখা পাওয়া যায়নি। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ৪-২ গোলে জিতে ফাইনালে উঠেছিল মেসির দল।
শুক্রবার (৯ ডিসেম্বর)বাংলাদেশ সময় রাত ১টায় এবং অস্ট্রিয়ার সময় রাত ৮ টায় কাতারের রালুসেইল স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে
মুখোমুখি হবে তারা।
কবির আহমেদ/ইবিটাইমস