ইতালির ভেনিসে বাংলাদেশ ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন অনুষ্ঠিত

ভেনিসে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২০২২ এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আফাই আলী

ইউরোপ ডেস্কঃ সম্প্রতি ইতালির অন্যতম প্রসিদ্ধ নগরী ভেনিসে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের আয়োজনে ও জোবানি পের লুমানিতার সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২।

মাদক ছাড়ো, খেলা ধরো! এই স্লোগানকে সামনে রেখে ইতালির ভেনিস শহরে তরুণদের কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস প্রবাসী যুবকদের নিয়ে প্রতিবছর খেলাধুলার আয়োজন করে আসছেন। এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির আফাই আলী ও জুয়েল আনোয়ার ২-১ সেটে এসিএস ভেনিস ক্লাবের রাজীব মিয়া ও মাহবুব খান কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ আব্দুল্লাহপুরের কৃতি সন্তান আফাই আলী।

বিভিন্ন খেলায় পারদর্শী আফাই আলী একজন প্রকৃত খেলোয়াড়ের পাশাপাশি তিনি ইতালির ভেনিস শহরের তরুন প্রজন্ম তথা পুরো ভেনিস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গর্ব।তিনি তার সুশিক্ষা, মেধা আর বিচক্ষনতার মাধ্যমে ইতালির ভেনিস শহরের বাংলা বংশোদ্ভূত প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি নিষ্ঠা ও সততার সাথে মিউনিসিপ্যালিটি মেস্ত্রে, ভেনিস, ইতালির একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত আফাই আলী’র পুরষ্কারটি স্পনসর করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত সহ সভাপতি ক্রীড়াপ্রেমী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ।

পাশাপাশি টুর্নামেন্টে অন্যান্য পুরস্কার স্পনসর করে সহযোগিতা করেছেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের সভাপতি নূর আলী পাঠান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী আলী একচেঞ্জ এর প্রোফাইটার মোহাম্মদ আলী, এস এ ফুড মার্ট এর প্রোফাইটার ওয়াসিম হক।

এছাড়াও এই টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সহ সভাপতি নাজমুল হক, জোবানি পের লুমানিতার জাকির হোসেন, শাহজালাল আহমেদ, আল ফাহাদ রাফি, ওবায়দুর রহমান, আব্দুর রহমান, সানি আহমেদ।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর ভাইস কনসাল তাজুল ইসলাম ও শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ ভেনিস কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি সুলেমান হোসাইন এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের মধ্য পুরস্কার তুলে দেন জোবানি পের লুমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের সভাপতি নূর আলী পাঠান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ, এসিএস ভেনিস ক্লাবের সভাপতি মোশাররফ মোল্লা, ভেনিস বাংলা একাডেমির সভাপতি আজাদ খান, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সিনিয়র সহ সভাপতি ফকরুল চৌধুরী।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ আসলামউজ্জামান, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন সুন্দর কার্যক্রম সর্বদা অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা করছে উক্ত ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কবির আহমেদ/ ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »