ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করে কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে
স্পোর্টস ডেস্কঃ গতকাল সোমবার (৫ ডিসেম্বর) কাতারের ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের নক-আউট রাউন্ডের এক খেলায় শিরোপা প্রত্যাশি ব্রাজিল ৪-১ গোলে পরাজিত করেছে।
খেলার প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি। তবে এর মধ্যে দক্ষিণ কোরিয়া তাদের পরাজয়ের ব্যবধান কিছুটা যকমিয়েছে। এক গোল শোধ দিয়েছে। সহজতম জয়ে ব্রাজিল প্রি কোয়ার্টার পেরিয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
বিশ্বকাপে এবারই প্রথম একে অপরের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া-ব্রাজিল। তবে বিশ্বকাপ ছাড়া একে অপরের বিপক্ষে খেলার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তাদের। এখন পর্যন্ত সাতবার একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। এই সময়ে ব্রাজিলের জয় ৬ ম্যাচে,আর এশিয়ান দলটির জয় একটিতে।
গতকাল নক-আউট রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল খেলার শুরুতেই সাত মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়র (১-০)। তার কয়েক মিনিট পরেই ডি বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করায় পেনাল্টি পেল ব্রাজিল।
বল দখলের লড়াইয়ে রিচার্লিসন আগে বলে স্পর্শ করায় ফাউল পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমার পেনাল্টি শট নেন। সফল স্পটকিকে অতি সহজেই দলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন এই সুপারস্টার। ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে।
খেলার ২৯ মিনিটে ডি বক্সের বাইরে ওয়ান টু ওয়ানে কোরিয়ার খেলোয়াড়ের সঙ্গে হেডে ড্রিবলিং করে বল জিতে মার্কুইনহসকে পাস দিয়ে ভেতরে ঢুকেন রিচার্লিসন। মার্কুনইহস বল দেন থিয়াগো সিলভাকে। ব্রাজিলের অধিনায়ক দারুণ এক পাসে ডি বক্সের ভেতরে রিচার্লিসনকে আবার বল এগিয়ে দেন। এক পায়ে বল রিসিভ করে আরেক পায়ে ফরোয়ার্ডের দারুণ গোল। সাম্বার ছন্দময় ফুটবল বলতে যা বুঝাই সেই ঐতিহ্য ফুটে উঠেছিল এই গোলে। ফলে ২৯ মিনিটে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে যায়।
কোরিয়ার জালে চতুর্থ গোল করলেন লুকাস পাকুয়েটা। খেলার ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে দারুণ ফুটবলে কোরিয়ার জালে চতুর্থ গোল করতে একটুও বেগ পেতে হয়নি ব্রাজিলকে।ভিনিসিয়াসের ক্রস থেকে ডি বক্সের সামান্য বাইরে থেকে ডানপায়ে জোড়ালে শটে রক্ষণ ভাঙেন পাকুয়েটা (৪-০)। এই গোলের ফলে দীর্ঘ ৬৮ বছর পর ব্রাজিল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। শেষ ব্রাজিল এমন শুরু পেয়েছিল ১৯৫৪ সালে। ফিফা বিশ্বকাপের ম্যাচে সেবার মেক্সিকোর বিরুদ্ধে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল।
অপরদিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গতকাল ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন নেইমার। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো ও পেলে। নেইমার ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে দলের হয়ে গোল করেছিলেন। ২০১০ সালে কোনো গোল পাননি। ২০১৪ সালে চারটি ও ২০১৮ সালে দুই গোল করেছিলেন। চলতি বিশ্বকাপের প্রথম গোল পেয়েছেন আজ। পাশাপাশি আজকের গোল দিয়ে কিংবদন্তি পেলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে পেলে ৭৭ গোল করেছিলেন। নেইমার আজ পেয়েছেন ৭৬তম গোল।
খেলার দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে এক গোল পরিশোধ করে কোরিয়া। ফ্রি কিক থেকে বল ফিরে পাওয়ার পর পাইক সিনওগোহ দূরপাল্লার শটে অ্যালিসন বেকারকে বাকরুদ্ধ করে দেন। ভলিতে বল নামিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে রক্ষণ ভাঙেন সিনওগোহ। বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবে এটা বিবেচিত হবে। কোরিয়ার সমর্থকরা এই গোলের পর উল্লাস করেছে। ব্রাজিলের সমর্থকরাও হাতে তালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
আগামী ৯ ডিসেম্বর শুক্রবার ব্রাজিল কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার সাথে প্রতিদন্দ্বীতা করবে।
কবির আহমেদ/ইবিটাইমস