বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে মামুন-হেলাল পরিষদের জয়লাভ

মামুন-হেলাল পরিষদ সম্পূর্ণ প্যানেল ভোটে বিজয়ী হয়েছেন। তাদের প্যানেল ভোট ৩১৯ টি। পক্ষান্তরে জাহিদ-কামাল পরিষদের প্যানেল ভোট ১৬৩ টি

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সদস্য ৭৯৪ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ৬৮৬ জন ভোট প্রদান করেন। শতকরা হিসাবে ভোট প্রদানের পরিমাণ প্রায় ৮৫ শতাংশ।

ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায় এবং একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় সন্ধ্যা ৫ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার পর সামান্য বিরতি দিয়ে ভোট গণনার কাজ শুরু করা হয়। বিজয়ী মামুন-হেলাল পরিষদ থেকে ৪ জন প্রার্থীর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন যথাক্রমে সহ সভাপতি সবুজ মুস্তারি, সাংগঠনিক সম্পাদক মো: শরীফ মিয়া,সাংস্কৃতিক সম্পাদক ফসিয়ের শেখ ও ক্রীড়া সম্পাদক মো:রুহুল আমিন ভূইয়া।

মামুন-হেলাল পরিষদের বিজয়ী বাকী সদস্যরা হলেন, সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সুলতান আহমেদ (মোমেন),কোষাধ্যক্ষ হাজী আলামিন,সন্মানিত সদস্য মুস্তাফিজুর রহমান, সন্মানিত সদস্য সালমান কবির(সোহাগ) এবং সন্মানিত সদস্য মো:মাহবুবুল ইসলাম।

অন্যদিকে জাহিদ-কামাল পরিষদ থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন যথাক্রমে সভাপতি পদে মেহেদী জাহিদ, সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক পদে তাকি নাজিব, কোষাধ্যক্ষ পদে মো:কুতুবুদ্দিন বখতিয়ার এবং সন্মানিত সদস্য পদে এছানউল্লাহ্ আলমগীর।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মামুন-হেলাল পরিষদ প্যানেল ভোট পেয়েছেন ৩১৯ টি এবং জাহিদ-কামাল পরিষদ প্যানেল ভোট পেয়েছেন ১৬৩ টি। এই ফলাফলের ওপর ভিত্তি করে প্রধান নির্বাচন কমিশনার নেয়ামুল বশির মামুন-হেলাল পরিষদকে প্যানেল বিজয়ী ঘোষণা করেন। এই সময় তার সাথে ছিলেন কমিশনার পারভেজ মনোয়ার এবং কমিশনার জুয়েল ইসলাম।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচনে সভাপতি পদে মামুন হাসান মোট ভোট পেয়েছেন ৪০৮ ভোট। এর মধ্যে প্যানেল ভোট ৩১৯ ভোট এবং প্যানেল ছাড়া পেয়েছেন ৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মেহেদি জাহিদ মোট ভোট পেয়েছেন ২৬৮ টি। এর মধ্যে মেহেদি জাহিদ প্যানেল ভোট পেয়েছেন ১৬৩ টি এবং প্যানেল ছাড়া ভোট পেয়েছেন ১০৫ টি। সাধারণ সম্পাদক পদে মামুন-হেলাল পরিষদ থেকে হেলাল উদ্দিন মোট ভোট পেয়েছেন ৩৮৪ টি। তার প্রতিদ্বন্দ্বি জাহিদ-কামাল পরিষদ থেকে কামাল হোসেন মোট ভোট পেয়েছেন ২৮৩ টি।

সহ সাধারণ সম্পাদক পদে মামুন-হেলাল পরিষদ থেকে সুলতান আহমেদ (মোমেন) মোট ভোট পেয়েছেন ৩৮১ টি এবং জাহিদ-কামাল পরিষদ থেকে তাকি নাজিব মোট ভোট পেয়েছেন ২৭১ টি। কোষাধ্যক্ষ পদে মামুন-হেলাল পরিষদ থেকে হাজী আলামিন মোট ভোট পেয়েছেন ৩৮৫ টি এবং জাহিদ-কামাল পরিষদ থেকে মো: কুতুবুউদ্দিন বখতিয়ার মোট ভোট পেয়েছেন ২৬৮ টি।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নির্বাচনে সন্মানিত তিন জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে যে তিনজন নির্বাচিত হয়েছেন তারা হলেন যথাক্রমে মামুন-হেলাল পরিষদ থেকে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন সালমান কবির (সোহাগ)।.তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৫৮ ভোট। তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে তিনি এককভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মামুন-হেলাল পরিষদ থেকে মুস্তাফিজুর রহমান (সুমন)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৩৯ টি। মামুন-হেলাল পরিষদ থেকে তৃতীয় সন্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মো: মাহবুবুল ইসলাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪১৫ টি। অন্যদিকে জাহিদ-কামাল পরিষদ থেকে সন্মানিত সদস্য পদে এছানউল্লাহ্ আলমগীর মোট ভোট পেয়েছেন ২৭৯ টি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মামুন-হেলাল পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নব নির্বাচিত সভাপতি মামুন হাসান বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান বিপুল ভোটের ব্যবধানে তাদের পরিষদকে জয়ী করার জন্য। তিনি আরও জানান সম্মিলিত ভাবে সবাইকে নিয়ে তিনি ২০২৩ সালে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জন্য কাজ করবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »