নক-আউট রাউন্ডে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে
স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ ফুটবলে গতকাল (৩ ডিসেম্বর) দ্বিতীয় পর্বের নক-আউট রাউন্ডের খেলা শুরু হয়েছে। দিনের প্রথম খেলায় নেদারল্যান্ডস (হল্যান্ড) যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করেছে।
ফ্লাইং ডাচম্যানদের হয়ে একটি করে গোল করেন মেম্ফিস ডিপায়ে, ডেলি ব্লাইন্ট ও ডেনজেল ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের হয়ে একটি গোল শোধ দেন হাজী রাইট। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে ২০১৪ সালের পর কোয়ার্টার ফাইনালে নাম লেখালো টোটাল ফুটবলের জনক ডাচরা। তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার সাথে।
গতকাল নক-আউট রাউন্ডের প্রথম খেলার শুরুতে ৩ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান পুলিসিক। টাইলার অ্যাডামসের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান তিনি। তখন তার সামনে ছিলেন কেবল নেদারল্যান্ডসের গোলরক্ষক অ্যান্ড্রিস নপারট। পুলিসিক বল তার বাম পায়ে মেরে দেন। তাতে নিশ্চিত গোলের সুযোগ মিস হয় ।
তারপর খেলার ১০ মিনিটেই লিড নিয়েছে নেদারল্যান্ডস। এ সময় পাল্টা আক্রমণে যায় ডাচরা। ডানদিক থেকে মেম্ফিস ডিপায়েকে বল বাড়িয়ে দেন ডেনজেল ডামফ্রিজ। বক্সের মধ্যে বল পেয়েই দূরের পোস্টে শট নেন ডিপায়ে। তার বুলেট গতির শট যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার ধরার সুযোগই পাননি (১-০)।
প্রথমার্ধের শেষের দিকে ৪৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডেলি ব্লাইন্ড। এ সময় ডানদিকে থ্রো-ইন পায় তারা। সেখান থেকে সতীর্থের পা ঘুরে বল পান ডেনজেল ডামফ্রিজ। তিনি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ব্লাইন্ডকে। তিনি ডান পায়ের শটে বল জালে পাঠান। তাতে নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ গোলে। এই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করেছে তারা।
বিরতির পর গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলতে শুরু করে যুক্তরাষ্ট্র। শুরুতেই তারা কর্নার পায়। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন ওয়েস্টন ম্যাককেনি। কিন্তু সেটি বামদিক দিয়ে চলে যায়। এরপর ৪৯ মিনিটে, ৫১ মিনিটে ও ৫৩ মিনিটে তিনটি সুযোগ তৈরি হয়। সেগুলো যথাক্রমে টিম রিয়েম, ওয়েস্টন ও পুলিসিক মিস করেন।
খেলার ৬১ মিনিটে নেদারল্যান্ডসের গ্যাপকোর বাড়িয়ে দেওয়া বল থেকে একটি সুযোগ তৈরি করেছিলেন ডিপায়ে। তার নেওয়া ডান পায়ের শট গোলপোস্টের উপরের ডান পাশ থেকে ধরে ফেলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। ৭৬ মিনিটে এক গোল পরিশোধ করে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। এ সময় ডানদিক থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের কাছ থেকে বল পেয়ে ডানদিক থেকে কোণাকুনি শট নেন হাজী রাইট। বল দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে (২-১)।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ডামফ্রিজের গোলে আবার ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস। এ সময় বামদিক থেকে ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ডেলি ব্লাইন্ড। সেটাতে বাম পায়ের দারুণ ভলিতে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ডেনজেল ডামফ্রিজ। তাতে ব্যবধান ৩-১ হয় ডাচদের।
নক-আউট রাউন্ডের দ্বিতীয় খেলায় কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছেন অস্ট্রেলিয়াকে।
গতকাল সুপারস্টার লিওনেল মেসি খেলার প্রথম থেকেই বেশ ফুরফুরে মেজাজে খেলা শুরু করেন। তার যাদুকরী ছোঁয়ায় খেলায় আর্জেন্টিনা উড়িয়েছে বিজয়ের পতাকা। মেসির পা ছুঁয়ে ম্যাচের প্রথমার্ধে গোল পায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আলভারেস ব্যবধান দ্বিগুন করেন। এরপর অস্ট্রেলিয়া এক গোল শোধ দিলেও শেষ হাসিটা হাসতে পারেনি। ষোলো বছর পর দ্বিতীয় রাউন্ডে উঠলেও অস্ট্রেলিয়ার পথ আটকে গেল এখানেই।
খেলার পুরোটাই ছিল মেসিময় আর্জেন্টিনার। মেসি নিজেই গোল করেছেন এবং একাধিক গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার রক্ষণ এতোটাই জমাট ছিল যে দ্বিতীয় গোল পেতে মেসিকে কাঠখোড় পুড়াতে হয়েছে। গোলরক্ষক রায়ান একাধিক গোল ফিরিয়েছেন। রক্ষণের খেলোয়াড় বল ক্লিয়ার করে তাকে রুখে দিয়েছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করার সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়েনি।
অস্ট্রেলিয়া প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুঁজলেও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছে। শেষ দিকে আরেকটি গোল প্রায় দিয়েই দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু গোলরক্ষক মার্টিনেজ দারুণ দক্ষতায় বল আটকে দেন। তুমুল প্রতিন্দ্বীতাপূর্ণ খেলা না হলেও অস্ট্রেলিয়া সহজে হার মানেনি। হার মানেনি বলেই ম্যাচের অন্তিত মুহুর্ত পর্যন্ত মেসির চোখেমুখে ছিল উৎকণ্ঠা, ম্যাচ ড্র করার শঙ্কা। কিন্তু সেসব উড়িয়ে আর্জেন্টিনা ঠিকই ম্যাচ জিতে নিয়েছে। স্বস্তি ফিরে পান মেসি, তার কোটি ভক্তরা।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। খেলাটি কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাতারের সময় রাত ১০ টায়, বাংলাদেশ সময় রাত ১ টা এবং অস্ট্রিয়ার সময় রাত ৮ টায়।
কবির আহমেদ/ইবিটাইমস