ভোলায় জিনের বাদশা নাজিম গ্রেফতার

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থেকে জিনের বাদশা  মো. নাজিম উদ্দিন (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ ডিসেম্বর)সকালে বোরহানউদ্দিন উপজেলার  চাঁদনীর হাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ওই উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও  তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়।গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »